রাজ্য়ের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে ১০ জুলাই ভোটগ্রহণ হবে এবং ১৩ জুলাই ফল প্রকাশ। তাই দেরি না করে ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ার কথা ছিল সুপ্তি পাণ্ডের, সেখানেই সিলমোহর দিল দল। মানিকতলার তৃণমূল প্রার্থী হলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। রায়গঞ্জে আস্থা রেখেছে লোকসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর উপরেই। তিনি রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন। রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী ও বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে করা হয়েছে। আসুন আরও বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিয়োতে।