অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন: এসপি-র প্রশংসা কমিশনের – chief ec rajiv kumar sent a letter to diamond harbour sp praising him for conducting lok sabha election in a peaceful manner


এই সময়: ভোটপর্ব এবং ভোটের ফলে বিতর্কের অন্ত ছিল না। লোকসভা ভোটে জয়ের মার্জিন নিয়েও তির্যক মন্তব্য ছুড়েছে বিরোধীরা। এসব সত্ত্বেও তথ্য বলছে, বিরোধীরা নানা অভিযোগ করলেও ডায়মন্ড হারবার কেন্দ্রের কোনও বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভাবে সাফল্যের সঙ্গে ভোট করানোর জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-র কাজের প্রশংসা করে চিঠি পাঠালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।ওই জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী শুক্রবার সেই চিঠি হাতে পেয়েছেন। সফল ভাবে ভোট করানোর জন্য চিঠিতে রাজীব কুমার ওই জেলার সমস্ত পুলিশ কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সফল এবং শান্তিপূর্ণ নির্বাচনের বেশ কিছু প্যারামিটার রয়েছে। সে সব পূরণ করলেই কমিশনের এমন স্বীকৃতি মেলে। এত দীর্ঘ ভোট পর্ব শান্তিতে পরিচালনা করা খুবই কঠিন কাজ। সেক্ষেত্রে এই প্রশংসা কৃতিত্বেরই।

ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবার পুনর্নির্বাচিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের ব্যবধান ৭ লক্ষের বেশি। বিরোধীদের অভিযোগ ছিল, নির্বাচন স্বচ্ছ ও অবাধ হয়নি বলেই জয়ের মার্জিন এত বেশি। তবে কমিশনের আধিকারিকদের বক্তব্য, ভোট নিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি।

সেই কারণে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি) ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভার সব বুথে রি-পোল চাইলেও সেই দাবিতে মান্যতা দেয়নি নির্বাচন কমিশন।

রাজীব কুমার চিঠিতে লিখেছেন, ‘ভোট ঘোষণার আগে বাংলা সফরের সময়ে আমি আপনাদের সকলের সঙ্গেই কথা বলেছিলাম। দেশের কাছে আমার প্রতিশ্রুতি ছিল, স্বচ্ছ ও অবাধ ভোট দেশবাসীকে উপহার দেওয়া। আমাদের লক্ষ্য ছিল, হিংসামুক্ত এবং ন্যূনতম সংখ্যক পুনর্নির্বাচনের মাধ্যমে ভোট পর্ব সম্পন্ন করা এবং প্রতিটি অভিযোগকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা।’

এরপরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপিকে পাঠানো চিঠিতে তাঁর সংযোজন, ‘বলতে দ্বিধা নেই যে, আমাদের বিশ্বাস অর্জনের পাশাপাশি আপনারা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করেছেন।’ মুখ্য নির্বাচন কমিশনার চিঠির শেষে লিখেছেন, ‘ভোটপর্ব সফল ভাবে পরিচালনার জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য আপনাদের। আমি আশা করব, কমিশনের এই প্রশংসা আপনার সব সহকর্মীকে জানাবেন।’

এই প্রসঙ্গে এসপি রাহুল গোস্বামী বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। সেটাই করার চেষ্টা করেছি আমরা। এর পরে কে কী অভিযোগ করল, সেটা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *