ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবার পুনর্নির্বাচিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের ব্যবধান ৭ লক্ষের বেশি। বিরোধীদের অভিযোগ ছিল, নির্বাচন স্বচ্ছ ও অবাধ হয়নি বলেই জয়ের মার্জিন এত বেশি। তবে কমিশনের আধিকারিকদের বক্তব্য, ভোট নিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি।
সেই কারণে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি) ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভার সব বুথে রি-পোল চাইলেও সেই দাবিতে মান্যতা দেয়নি নির্বাচন কমিশন।
রাজীব কুমার চিঠিতে লিখেছেন, ‘ভোট ঘোষণার আগে বাংলা সফরের সময়ে আমি আপনাদের সকলের সঙ্গেই কথা বলেছিলাম। দেশের কাছে আমার প্রতিশ্রুতি ছিল, স্বচ্ছ ও অবাধ ভোট দেশবাসীকে উপহার দেওয়া। আমাদের লক্ষ্য ছিল, হিংসামুক্ত এবং ন্যূনতম সংখ্যক পুনর্নির্বাচনের মাধ্যমে ভোট পর্ব সম্পন্ন করা এবং প্রতিটি অভিযোগকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা।’
এরপরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপিকে পাঠানো চিঠিতে তাঁর সংযোজন, ‘বলতে দ্বিধা নেই যে, আমাদের বিশ্বাস অর্জনের পাশাপাশি আপনারা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করেছেন।’ মুখ্য নির্বাচন কমিশনার চিঠির শেষে লিখেছেন, ‘ভোটপর্ব সফল ভাবে পরিচালনার জন্য অবশ্যই প্রশংসা প্রাপ্য আপনাদের। আমি আশা করব, কমিশনের এই প্রশংসা আপনার সব সহকর্মীকে জানাবেন।’
এই প্রসঙ্গে এসপি রাহুল গোস্বামী বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। সেটাই করার চেষ্টা করেছি আমরা। এর পরে কে কী অভিযোগ করল, সেটা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’