পার্থ চৌধুরী: নাতনির সামনেই দিদিমাকে গণধর্ষণ করে। এমনকী তারপর বাড়িতে লুটপাটও চালায় দুস্কৃতীরা। নক্কারজনক এই ঘটনা ঘটেছে মেমারি থানা এলাকায়। গণধর্ষণের অভিযোগে ধৃত দুই দুস্কৃতীকে আদালতে পেশ করা হবে রবিবার। দোষীদের কড়া সাজার আবেদন করেছেন নির্যাতিতা।
আরও পড়ুন, Dooars Forest Closure: ১৬ জুন থেকেই টানা তিন মাস পর্যটকদের জন্য বন্ধ থাকবে সমস্ত জঙ্গলের দরজা…
শনিবারই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো হয়। নির্যাতিতা জানান, গভীর রাতে দুই দুস্কতী বাড়িতে সশস্ত্র অবস্থায় ঢোকে। লুঠপাট চালায়। গলায় বটি ধরে চুপ করে থাকতে বাধ্য করে। এরপর তার উপর নির্যাতন চালায় দুস্কৃতীরা।
গ্রামবাসীরা জানান,পুলিসের তাড়ায় পুকুরে ঝাঁপ দেয় এক দুস্কৃতী। পুকুর থেকে উদ্ধার করে দুস্কৃতিকে গ্রেফতার করে পুলিস। পরে আরও এক দুস্কৃতীকে তারা গ্রেফতার করে।নির্যাতিতা আরও জানান, রাতের খাবার খেয়ে একই ঘরে শুয়েছিলেন নাবালিকা নাতনি ও দিদিমা।
রাতে দিদিমা বাথরুম যাবার জন্য বাইরে বের হলে সেই সময় মুখ বাঁধা দুই দুস্কৃতী ঘরে ঢুকে পরে। দিদিমার হাত চেপে ধরে গণধর্ষণ করে। পরে বাড়িতে লুটপাট চালিয়ে চম্পট দেয়।এরপর খবর যায় মেমারি থানায়।
মেমারি থানার ওসির নেতৃত্বে পুলিস মেমারি স্টেশনে হানা দিতেই রেল লাইন ধরে ছুটতে শুরু করে এক দুস্কৃতী। পুলিসের তাড়া খেয়ে এক দুস্কৃতী পুকুরে ঝাঁপ দেয়। পুলিস তাকে পুকুর থেকে উদ্ধার করে গ্রেফতার করে। পরে আরও এক দুস্কৃতীকে নিমো এলাকা থেকে গ্রেফতার করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)