১৪ জুন দুপুরে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় অ্যাক্রোপলিস শপিং মলে বিধ্বংসী আগুন লাগে। এই শপিং মলের চার তলায় আগুন লেগেছে, আর যার জেরে গোটা শপিং মোল ধোঁয়ায় ঢেকে যায়। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট জানা যায়নি। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু গিয়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই মলের সকলকে বাইরে বের করে নিয়ে এসে দমকলের তরফে জানানো হয়েছিল যে আগুন নিয়ন্ত্রণে। আগুনের উত্স খুঁজে পর্যাপ্ত জল দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন আপাতত অ্যাক্রোপলিস শপিং মল অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রাখা হবে বলে খবর। আজ শনিবার থেকে যাবতীয় তদন্ত শুরু হবে, কতৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা সেই নিয়ে তদন্ত করা হবে, পাশাপাশি দেখা হবে আরও একাধিক বিষয়ে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিয়োতে।