Cyber Crime,ছয় মাসে ৪ কোটি টাকার সাইবার প্রতারণা, টার্গেট বয়স্করা! পুলিশের বিশেষ উদ্যোগ হুগলিতে – cyber crime increased at hooghly police arranging awarness seminar


এক, দুই নয়, সংখ্যাটা চার কোটি। একটি জেলা থেকে গত ছয় মাসে সাইবার প্রতারণার অর্থমূল্য চোখ কপালে তুলে দেওয়ার মতো। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত অপরাধীদের ধরা, ক্ষতিগ্রস্তদের অর্থ উদ্ধারের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নিল হুগলি জেলার চন্দননগর পুলিশ। এবার আয়োজন করা হতে চলেছে বিশেষ সেমিনারের।ওটিপি জেনে অনলাইন প্রতারণা, ভিডিয়ো কলে সেক্সটরশন, আধার সহযোগে পেমেন্টের মাধ্যমে প্রতরণা তো ছিলই। এবার ফেসবুকে শেয়ার মার্কেট ইনভেস্ট করেন যাঁরা তাঁদের শিকার বানাচ্ছে প্রতারকরা। ছয় মাসে চার কোটি টাকা সাইবার প্রতারণা হুগলিতে। নতুন বিপদ ফেসবুকে শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা। নাগরিকদের সচেতন করতেই প্রচার সচেতনতা চন্দননগর পুলিশের।

কী ভাবে হয় এই প্রতরণা? তা থেকে বাঁচতে কী কী করণীয়? ভিডিয়োর মাধ্যমে নাগরিকদের শেখানো হবে এই সেমিনারে। গত ছয় মাসে চন্দননগর পুলিশের সাইবার থানা ও অন্যান্য থানায় প্রায় ছয় কোটি টাকার এধরনের অপারধের অভিযোগ জমা পড়েছে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারকরা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে বলছে। যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করানোর নামে এ ধরনের প্রতারণা করা হচ্ছে। এসএমএস-এর মাধ্যমে লিংক পাঠিয়ে ইনভেস্ট করাচ্ছে এবং মানুষজন সেই টাকা ফেরত পাচ্ছেন না।

সন্তানের নামে প্রতারণার ফাঁদ, ফের সক্রিয় জামতারা গ্যাং!

বয়স্ক মানুষরাই বেশি টার্গেট হচ্ছেন। তাই এই প্রতারণা থেকে সাবধান থাকার কথা শোনাল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্রভবনে আগামী ২৫ শে জুন সাইবার প্রতারণা বিষয়ে একটি সচেতনতা শিবির করা হবে চন্দননগর পুলিশের পক্ষ থেকে। শনিবার চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে ক্রাইম কনফারেন্স হয়। কমিশনারেটের সাতটি থানা ও দুটি মহিলা থানার অফিসাররা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ছাড়াও ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ইশারী পাল, ডিসি চন্দনগর অলকানন্দ ভাওয়াল, ডিসিসি শ্রীরামপুর অর্ণব গঙ্গোপাধ্যায় সহ এসিপি।

অনলাইনে পুরীর হোটেল বুকিং করতে গিয়ে বিপদ! প্রতারণার শিকার খোদ বিচারক
এর পাশাপাশি, এদিন মহিলা পুলিশকর্মীদের সুবিধায় চন্দননগর পুলিশের সাতটি থানা ও দুটি মহিলা থানা এবং পুলিশ হেডকোয়ার্টারে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়। পুলিশ পরিবারের ছেলে মেয়েদের জন্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির বই এর লাইব্রেরী করা হয় পুলিশ লাইনে। এছাড়াও পুলিশ কর্মীদের জন্য আধুনিক জিমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *