GRP,সারা জীবনের সঞ্চয় নিয়ে ট্রেন যাত্রা, সোনারপুরে বৃদ্ধা হারালেন ব্যাগ, তারপর… – sonarpur grp returned a lost bag at station to old lady


একটু একটু করে সঞ্চয় করেছেন। সঞ্চয় করতে গিয়ে কেটে গিয়েছে জীবনের বেশিরভাগ সময়। শেষ সম্বলটুকু সন্তানদের হাতেই তুলে দিতে চেয়েছিলেন মা। টাকা-গয়না ভর্তি ব্যাগ যাচ্ছিলেন তাঁদের কাছেই। মাঝপথে ব্যাগ হারিয়ে যায় স্টেশনে। ভেঙে পড়েছিলেন বৃদ্ধা। তবে, বৃদ্ধার মুখে হাসি ফোটালেন রেল পুলিশের কর্মরতরা।মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার (৭৪) হঠাৎ সমূহ বিপদে পড়েন। সোনারপুর স্টেশনে হারিয়ে ফেলেন নিজের ব্যাগ। ট্রেন থেকে সেই ব্যাগ কোনওভাবে হারিয়ে যায়। তবে, সৌভাগ্যবশত সেই ব্যাগে বৃদ্ধার একটি ফোন ছিল। রেল পুলিশ সেই ব্যাগ পেয়ে বৃদ্ধা এবং তাঁর পরিবারের লোকজনকে ফোন করে তাঁদের হাতে ব্যাগ তুলে দিল রেল পুলিশ।

বৃদ্ধার সারাজীবনের সঞ্চয় ফিরিয়ে দিল সোনারপুর জিআরপি। মথুরাপুরের বাসিন্দা গীতা হালদার সারা জীবন সল্টলেকে এক ব্যক্তির কাছে কাজ করেছেন। প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে লক্ষাধিক টাকা জমিয়েছেন। সেই টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দিতে সল্টলেক থেকে মথুরাপুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মেয়ে না আসায় সব টাকা নিয়ে আবার সল্টলেকে ফিরছিলেন।

সেইসময় তার ব্যাগ খোয়া যায় সোনারপুরে। বৃদ্ধা জানান, ট্রেনে প্রচুর ভিড় ছিল। ভিড় ট্রেনে তাঁর ব্যাগ কোনওভাবে অন্য কেউ নিয়ে নেমে গিয়েছিলেন হয়তো। সেটা তিনি বুঝতে পারেননি। অসহায় হয়ে বাড়ির পথ ধরতে হয়েছিল বৃদ্ধাকে। পরে ১ নম্বর প্লাটফর্ম থেকে এই ব্যাগ উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২৭ হাজার টাকা ও ২ টি সোনার বালা। উদ্ধার হওয়া এই জিনিসপত্র সহ ব্যাগ বৃদ্ধার হাতে তুলে দিল পুলিশ। সারা জীবনের জমানো সঞ্চয় ফিরে পেয়ে চোখে জল বৃদ্ধার।

অনলাইনে পুরীর হোটেল বুকিং করতে গিয়ে বিপদ! প্রতারণার শিকার খোদ বিচারক
বৃদ্ধার ছেলে বিমল হালদার বলেন, ‘মা কাজ করে নিজের জন্য সামান্য টাকা খরচ করে বাকি টাকা জমিয়ে রাখতেন। একটু একটু করে সেই টাকা জমিয়েছেন। আমাদের কিছু বলেননি। আজকে এসে জানতে পারলাম, তাঁর টাকা ভর্তি ব্যাগ হারিয়ে গিয়েছে। মা খুব ভেঙে পড়েছিল। অবশেষে সকলের চেষ্টায় ব্যাগটা পাওয়া গিয়েছে। আমরা সত্যিই খুব খুশি।’ সোনারপুর জিআরপি ব্যাগটি উদ্ধার করে ফোন করে বৃদ্ধার বাড়ির লোককে খবর দেয়। সকলে এসে সেই ব্যাগটি নিয়ে যান। ব্যাগটি বৃদ্ধার কাছে ফেরত দিতে পেরে খুশি রেল পুলিশও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *