Pocso Case : জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার ৩ যুবক – bankura police arrested three boys for allegedly minor girl rape case


এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। বাঁকুড়া জেলার ছাতনা এলাকায় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে স্থানীয় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে নেমে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর নাবালিকার চিকিৎসা চলছে হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় এক নাবালিকাকে স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা অভিযোগ উঠেছে। স্থানীয় তিন যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। নিগৃহীতার পরিবারের তরফে অভিযোগ পেতেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে ছাতনা থানার পুলিশ। আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

এদিকে ধর্ষণের ঘটনায় নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় গতকালই ওই নাবালিকাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকালে গ্রামেরই এক যুবকের সঙ্গে গ্রাম লাগোয়া একটি জঙ্গলে যায় ওই নাবালিকা। সেখানেই তাকে ওই যুবক ও তার দুই বন্ধু পরপর ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা।

জঙ্গল থেকে ফিরে নাবালিকা বিষয়টি পরিবারের নজরে আনলে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ছাতনা থানায় অভিযোগ দায়ের করে। এরপরই ছাতনা থানার পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডিএ ধারায় গণধর্ষণ ও পকসো আইনে নাবালিকাকে যৌন নিগ্রহের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতে এখনও স্বীকৃত নয় বৈবাহিক ধর্ষণ, মহিলার আবেদন খারিজ করে পর্যবেক্ষণ হাইকোর্টের
বিষয়টি নিয়ে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারী বলেন, ‘ছাতনা থানায় একটি ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ পাওযার পরই তদন্তে নেমে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের পুলিশি রিমান্ড নিয়ে ঘটনার তদন্ত করা হবে।’ তবে, গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে সরকারি আইনজীবী লক্ষ্মীনারায়ণ গোস্বামী জানান, তিন জন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল। পুলিশের তরফে ছয়দিনের জন্য পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল। আদালত পুলিশি হেফাজতের করেছে। আগামী ২১ তারিখে তাদের ফের আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এরকমই একটি নক্কারজনক ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। বালুরঘাটের হিলি থানা এলাকার এক নাবালিকাকে লুডো খেলতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। গণধর্ষণের অভিযোগ ওঠে দুজনের বিরুদ্ধে। পুলিশ তাদের গ্রেফতর করে হেফাজতে নেয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *