Shoot Out At Belgharia : ভরদুপুরে শুট আউট! ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য বেলঘরিয়ায় – barrackpore police investigating a shoot out incident targetting a car at belgharia


ভরদুপুরে বেলঘরিয়া এলাকায় শ্যুট আউট। এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।শনিবার দুপুরে বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। এদিন আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা ওই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এরপর ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু ভরদুপুরে এই গুলি চলার ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে বেলঘরিয়া রথতলা মোড় এলাকায়।

সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বেলঘড়িয়া থানায় খবর দেয়। খবর পেয়ে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ওই গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি ব্যবসায়িক কোনও কারণে এরকম ঘটনা ঘটল, সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ।

ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, অজয় মণ্ডল নাম এক ব্যবসায়ী তিনি নিজের ব্যবসায়িক কাজের জন্য কলকাতার দিকে যাচ্ছিলেন। এখানে একটি বাইক বাঁদিক থেকে তাঁকে ওভারটেক করে গাড়িটির সামনে এসে দাঁড়ায়। এরপর গাড়িটির উপর গুলিবর্ষণ করে। তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার

Death In Canada: কানাডায় খুন ভারতীয় যুবক! ফোনে মায়ের সঙ্গে কথা বলার সময় গুলি, ধৃত ৪
অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ীর খড়দহে একটি শোরুম রয়েছে বলে জানা গিয়েছে। ভয় দেখাতেই হয়তো তাঁর উপর এই হামলা বলে অনুমান করছেন সেই ব্যবসায়ী। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই ব্যবসায়ী। পাশাপাশি গুলি চালনার ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। বেলঘরিয়ার রথতলা মোড় যথেষ্ট জনবহুল এলাকা। সবসময়ই পথচারী থেকে শুরু করে যানবাহনের যাতায়াত লেগেই থাকে। বিটি রোডের উপর গুরুত্বপূর্ণ এলাকায় কামারহাটি পুরসভার সামনে এই গুলি চালনার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গুলি চলার সময় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *