সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বেলঘড়িয়া থানায় খবর দেয়। খবর পেয়ে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ওই গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি ব্যবসায়িক কোনও কারণে এরকম ঘটনা ঘটল, সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, অজয় মণ্ডল নাম এক ব্যবসায়ী তিনি নিজের ব্যবসায়িক কাজের জন্য কলকাতার দিকে যাচ্ছিলেন। এখানে একটি বাইক বাঁদিক থেকে তাঁকে ওভারটেক করে গাড়িটির সামনে এসে দাঁড়ায়। এরপর গাড়িটির উপর গুলিবর্ষণ করে। তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার
অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ীর খড়দহে একটি শোরুম রয়েছে বলে জানা গিয়েছে। ভয় দেখাতেই হয়তো তাঁর উপর এই হামলা বলে অনুমান করছেন সেই ব্যবসায়ী। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই ব্যবসায়ী। পাশাপাশি গুলি চালনার ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। বেলঘরিয়ার রথতলা মোড় যথেষ্ট জনবহুল এলাকা। সবসময়ই পথচারী থেকে শুরু করে যানবাহনের যাতায়াত লেগেই থাকে। বিটি রোডের উপর গুরুত্বপূর্ণ এলাকায় কামারহাটি পুরসভার সামনে এই গুলি চালনার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গুলি চলার সময় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়।