Sikkim Flood : লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, আটকে থাকা পর্যটকদের জন্য রংপোতে হেল্পডেস্ক চালু নবান্নের – control room started for west bengal tourists stucked at sikkim flood area


লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বিখ্যাত পর্যটন কেন্দ্র লাচুংয়ের সঙ্গে গোটা সিকিমের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। আটকে রয়েছেন হাজারেরও বেশি পর্যটক। সেখানে বাংলার বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন বলে খবর। এমত অবস্থায় একটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। রংপোতে পর্যটকদের সহায়তা জন্য হেল্প ডেস্ক চালু করা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণের (৯০৫১৪৯৯০৯৬) এই দুই আধিকারিকদের সঙ্গে যে কোনও সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে। সিকিম রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রায় ১২০০ পর্যটক আটকে রয়েছেন সিকিমে। তাঁদের উদ্ধারের জন্য সচেষ্ট রাজ্য প্রশাসন। সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে তাঁদের বিমান পথে উদ্ধার করা যায় কিনা, সে ব্যাপারে চিন্তাভাবনা হয়েছে। ইন্ডিয়ান এয়ার ফোর্সের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। মঙ্গন এবং চুংথাংয়ের সংযোগকারী গুরুত্বপূর্ণ বেইলি সেতুটি ভেঙে পড়েছে। ধসের কারণে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে বহু বাড়ি, বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে। বিপর্যস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে সিকিম প্রশাসনের তরফে। তবে আটকে পড়া পর্যটকরা সকলে সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।

Sikkim Flash Flood : সিকিমে নিখোঁজ একাধিক, ভেসে গেল তিস্তা বাজার

সিকিমে ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। সিকিমের পাশাপাশি গোটা উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। যে কারণে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশ কিছু এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। হু হু করে বাড়ছে তিস্তার জল। তিস্তা পার সংলগ্ন নিচু এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিচু এলাকায় কিছু জায়গায় প্রশাসনের তরফে ত্রিপল খাটিয়ে স্থানীয়দের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Darjeeling Road Condition : দার্জিলিঙের একাধিক রুটে যান নিয়ন্ত্রণ, বিকল্প রাস্তা নির্মাণের সিদ্ধান্ত শৈল শহরে
জাতীয় সড়ক ১০ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে কালিম্পং জেলা প্রশাসনের তরফে। মানসং-১৭ মাইল-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার জন্য ছোট গাড়িগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পেডং-আলগাড়া-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাচ্ছে বড় গাড়িগুলি। এদিকে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ কোচবিহারের বিস্তীর্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে বিপত্তি আরও বাড়তে পারে বলেই মনে করছে জেলা প্রশাসন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *