TMC Leader,বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পর পর গুলি, নেপথ্যে কে? – basirhat shootout one tmc leader was shot by goons


উত্তর ২৪ পরগনার বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায় শুক্রবার রাত ৭টা ৪০ মিনিট নাগাদ রাজ্যের শাসক দলের কর্মী আলতাফ মালিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। শুধু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকায়। রাতের বেলা বাড়ি ফেরার পথে আলতাফকে ঘিরে ধরেছিল কয়েকজন দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে একরাউন্ড গুলি চালানো হয়। এদিকে চিৎকার করতে শুরু করেন তিনি। গুলির শব্দ এবং ওই তৃণমূল কর্মীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের হাতে ছিল একটি বোমার প্যাকেট। দুষ্কৃতীরা ওই বোমার প্যাকেট নিক্ষেপ করে এলাকা ছাড়ে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে গুলি চালানো ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে। ওই ব্যক্তির নাম আইয়ুব গাজি। তার অতীতেও ‘ক্রিমিনাল রেকর্ড’ রয়েছে। তার খোজ করছে পুলিশ। কী কারণে এই হামলা, তা স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

একটি গুলি ওই তৃণমূল কর্মীর ডান কোমরের পাশে লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, আলতাফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার প্রেক্ষিতে বসিরহাট অঞ্চল সভাপতি আবদার রহমান মণ্ডল দাবি করেন, ‘এই ঘটনার নেপথ্যে হাত রয়েছে বিরোধীদের।’ যদিও ঘটনায় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ দাস বলেন, ‘এই ঘটনায় রাজনৈতিক দলের কোনও যোগ নেই।’ দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়ার জন্য পুলিশের উপযুক্ত পদক্ষেপ করা উচিত বলে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *