তীব্র গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষের। তার মধ্যেই শহর কলকাতার বাতাসে শনিবার সকাল থেকেই জারি রয়েছে অস্বস্তি। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও এ দিন অস্বস্তি বাড়াবে তাপমাত্রা। তবে খুশির খবর হল, বিকেলের পর ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এমনকী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। ঠিক কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? কবে মিলবে গরমের চোখ রাঙানি থেকে মুক্তি? জেনে নিন বিস্তারিত