কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় গরমে অস্বস্তি বেড়েই চলেছে। শনিবারও তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখীই। যদিও স্বস্তির বিষয়, এদিন তিলোত্তমায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ। দুপুরের পর অবশ্য হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস আছে এদিন। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মঙ্গল থেকে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টিপাত।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
প্রবল বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে উত্তরবঙ্গে। শনিবারও আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। শনিবারের মতোই পরিস্থিতি থাকবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা?
দক্ষিণবঙ্গের পরিস্থিতি বর্ষা প্রবেশের জন্য অনুকূল হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, পূর্বাভাস আবহবিদদের। অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের প্রবল সম্ভাবনা।