রচনা বন্দ্যোপাধ্যায়,ধনেখালি হাসপাতাল পরিদর্শনে রচনা, খতিয়ে দেখলেন ব্যবস্থাপনা! বললেন,’…পাশে থাকব’ – rachana banerjee goes to dhaniakhali state general hospital after winning lok sabha election


হুগলিবাসীর আপদে বিপদে পাশে থাকার কথা দিয়েছিলেন। বিরোধীদের একাংশ অবশ্য কটাক্ষ করেছিলেন, ‘তারকা’-রা কি সহজে মাটিতে পা রাখেন! কিন্তু, সেই কটাক্ষ উড়িয়ে দিয়ে নিজেকে ‘হুগলিবাসীর ঘরের মেয়ে’ বলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন এবং জয়ের পর এলাকাবাসীকে দেওয়া কথা রাখলেন তিনি।ভোটে জয়ী হওয়ার ১১ দিনের মাথায় হুগলিতে গিয়ে এলাকাবাসীর খোঁজ খবর নিলেন রচনা। শনিবার তিনি ধনেখালির স্টেট জেনারেল হাসপাতালে যান। সেখানে গিয়ে রোগীদের খোঁজখবর নেন। রচনা বলেন, ‘যদি কোনও অসুস্থ মানুষের পাশে থাকতে পারি সেক্ষেত্রে তার থেকে বড় পাওনা আর কী হতে পারে!’ এদিন বিকেলে সংশ্লিষ্ট হাসপাতালে পৌঁছন তিনি। সেখানে রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের চারিদিক ঘুরে দেখেন। তাঁরা স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা, সেই বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এরপর দলীয় তরফে ধনেখালি বাসস্ট্যান্ডে আয়োজিত বিজয় উৎসব। সেখানে অংশ নেন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘সকলে ভালো আছেন কিনা, হাসপাতালে সকলে পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা, সেই বিষয়ে কথাবার্তা বললাম, জানলাম। রোগীরা জানালেন তাঁরা হাসপাতালের পরিষেবা নিয়ে খুশি। মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আগামীদিনে লোকসভা কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যা যা কাজ করার প্রয়োজন করব। এই হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকাবাসীর জন্য। এর পরিষেবা যাতে আরও উন্নত হোক, সেই চেষ্টা করব।’

এই প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক কৌশিক চক্রবর্তী বলেন, ‘আজ রচনা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল পরিদর্শন করেন। আমাদের কয়েকটি প্রয়োজন ছিল। সেগুলি তাঁকে জানিয়েছি। তিনি সেই প্রয়োজন পূরণের আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁর প্রতিপক্ষ হিসেবে বিজেপি বেছে নিয়েছিল গত লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্রের জয়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে লকেট এবং রচনা একাধিক সিনেমায় একসঙ্গে কাজও করেছেন।

লোকসভায় লকেটকে হারিয়ে জয় ছিনিয়ে আনেন ‘দিদি নং ১’ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম তিনি কোনও নির্বাচনে লড়েছিলেন এবং প্রথমবারেই বাজিমাত করেন এই তারকা প্রার্থী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *