Abhishek Banerjee News,হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার, অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল – abhishek banerjee health update given by hospital


রবিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। রাজ্য তথা দেশজুড়ে তাঁর বহু অনুগামী রয়েছেন। সকলেই জানতে চায়ছেন কেমন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?রবিবার হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও তাঁকে হাসপাতাল থেকে কখন ছাড়া হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁর কী ধরনের অপারেশন হয়েছে তা স্পষ্ট নয়। হাসপাতালের তরফে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকবার চোখে অস্ত্রোপচার করা হয়। ২০১৬ সালে তিনি মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে যোগ দিয়ে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সিঙ্গুর সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং তা উলটে যায়। গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তাঁর বাম চোখের নীচের অরবিটাল বোন ভেঙে গিয়েছিল। ওই চোখে কয়েকবার অস্ত্রোপচার করতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এমনটাই।

যদিও রবিবার তাঁর কেন অস্ত্রোপচার করা হয়েছে? সেই কারণ স্পষ্ট নয়। তাঁর বহু অনুগামী রয়েছে। তাঁরাও দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করছেন। কিছু জেলায় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই স্থানীয় মন্দিরে তাঁর আরোগ্যকামনায় পুজো দিচ্ছেন দলীয় কর্মীরা।

লোকসভা নির্বাচনে তৃণমূল সেনাপতি ছুটে বেড়িয়েছেন রাজ্যের একপ্রান্ত থেকে অপর প্রান্ত। সাজিয়েছেন রণকৌশল। ৪ জুন কার্যত জয়জয়কার হয়েছিল তৃণমূলের। ২৯ আসনে জয়ী হয়েছিল তৃণমূল। অন্যদিকে, ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কিছুদিন আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি স্বল্প বিরতির কথা জানিয়েছিলেন। এই সময় বাংলার মানুষের চাহিদাগুলি আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবেন বলে জানান তিনি।

হাসপাতালে ভর্তি ‘তৃণমূল সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুক্রবার তিনি গিয়েছিলেন নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে। বিপুল ভোটে জয়লাভের পর ডায়মন্ড হারবারের মানুষের জন্য বিশেষ বার্তাও দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। জয়ের মূল ভিত্তি দলীয় কর্মীরাই, জানিয়েছিলেন অভিষেক। ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’, নিজের ডায়মন্ড হারবারে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এই বার্তা দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *