Belgharia Shoot Out Case : ‘শোরুমে ঢুকে হাজার গুলি মারতাম’, লাগাতার হুমকি ফোন ব্যবসায়ীকে – barrackpore businessman got threat call after belgharia shoot out case on saturday


ব্যস্ত শহরের মোড়ে হঠাৎ করেই একটি বিলাস বহুল গাড়ির সামনে এসে পথ আটকাল বাইক। গাড়ি লক্ষ্য করে চলল গুলিবর্ষণ। কোনওরকমে প্রাণে বাঁচলেন গাড়ির মালিক। এরপরই চোখের নিমেষে পলাতক দুষ্কৃতীরা। শনিবার ভরদুপুরে বেলঘরিয়ার ঘটনায় হতবাক সকলেই। ২৪ ঘণ্টা কেটে গেলেও এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে, ব্যবসায়ীর কাছে লাগাতার হুমকি ফোন আসছে বলে খবর।শনিবার পুলিশের সামনে একজনের কল আসে ব্যবসায়ী অজয় মণ্ডলের ফোনে। রবিবার ফের ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোন করা হয় বলে খবর। সুবোধ সিং নাম নিয়ে কেউ ফোনে যোগাযোগ করেছিল। বিহার থেকে এই কুখ্যাত সুবোধ সিং ফোন করেছিল বলে জানিয়েছেন সেই ব্যবসায়ী। যদিও, তাঁর দাবি সুবোধ সিং নামে ওই ব্যক্তি বর্তমানে বিহারে জেলবন্দি বলে তিনি জানতেন। জেলবন্দি থাকা অবস্থায় তাঁকে কীভাবে ফোন করা হল, সেটা নিয়েও ধন্দে তিনি।

ফোনে হুমকি দিয়ে ওই ব্যক্তি জানিয়েছে, ব্যবসায়ীকে আদৌ মারতে চায়নি দুষ্কৃতীরা। কেবল ভয় দেখানোর জন্যেই গুলি ছোড়া হয়েছিল। ফোনে সেই ব্যক্তি জানিয়েছে, খুনের পরিকল্পনা করা হলে তাঁকে গাড়ির শোরুমে ঢুকেই মেরে দেওয়া যেত। গাড়ির পেছনে ধাওয়া করতে হতো না। হুমকি ফোন আসার পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, দুষ্কৃতীদের বাইকের নম্বর প্লেট চিহ্নিত করা গিয়েছে। সেই নম্বর ধরে অনুসন্ধান চালানো হচ্ছে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বেলঘরিয়া মোড়ের আশেপাশের রাস্তায় একাধিক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই চেক করা হয়েছে। এর মধ্যেই বাইকের নম্বর চিহ্নিত করা যায়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে টিটাগড়ের কোনও গ্যাং জড়িত কিনা বা ব্যারাকপুরের একাধিক গ্যাংয়ের সদস্যরা এখন জেলে বন্দি। জেল থেকে বসে তারা এই অপারেশন পরিচালনা করছেন কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীর ফোন কল ঘেঁটে দেখা হচ্ছে। ফোন কোথা থেকে এসেছিল, কারা করেছিল সেগুলি তদন্ত করে দেখা হচ্ছে।

Shoot Out At Belgharia : ভরদুপুরে শ্যুট আউট! ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য বেলঘরিয়ায়
শনিবার ভরদুপুরে বেলঘরিয়া মোড়ে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ির উপর গুলিবর্ষণ করা হয়। গাড়িতেই পাঁচটি বুলেটের দাগ পাওয়া গিয়েছে। মোট আট রাউন্ড গুলি চালানো হয়েছিল। অজয় মণ্ডলের আগরপাড়া, তেঁতুলতলা, ব্যারাকপুর, কলকাতা সহ বেশ কিছু জায়গায় বাইকের শো রুম আছে। তিনি ব্যারাকপুরের তালবাগানের বাসিন্দা। ব্যবসায়ীর গাড়ির উপর অতর্কিতে গুলি চালানো হয় শনিবার। ব্যবসায়ী জানিয়েছেন, তোলা চেয়ে বেশ কিছু দুষ্কৃতীরা তাঁকে কয়েকদিন ধরে ফোন করছিল। টাকা না দেওয়ায় এই গুলি চালনার ঘটনা ঘটতে পারে বলে তাঁর অনুমান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *