BJP West Bengal : কোর কমিটি বৈঠকে বসলেও রেজাল্ট নিয়ে বিশ্লেষণেই গেল না বঙ্গ বিজেপি – west bengal bjp leader did not analyze lok sabha election results in core committee meeting


এই সময়: লোকসভা নির্বাচনের ফল নিয়ে কাটাছেঁড়া শিকেয় তুলে আপাতত আসন্ন উপনির্বাচনের খসড়া প্রার্থী বাছাই করল বঙ্গ বিজেপি। সেই প্রার্থী বাছাই হলো শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে। যদিও বিরোধী দলনেতা এ বিষয়ে আগেই নিজের মতামত জানিয়েছেন বলে বিজেপির একাংশের বক্তব্য।লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের আসন একধাক্কায় ১৮ থেকে ১২-তে নেমে যাওয়ার পরে শনিবার রাজ্য বিজেপির কোর কমিটি বিধাননগরের অফিসে প্রথম বৈঠক করে। শুভেন্দু সেই বৈঠকে তো ছিলেনই না, উপরন্তু কোর কমিটির বৈঠক চলাকালীন বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। যদিও বৈঠক শেষ হওয়ার পরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফোনে শুভেন্দুর সঙ্গে কথা বলেন।

বিরোধী দলনেতা বৈঠকে না থাকলেও দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ এবারে ভোটে বিজেপির প্রার্থী হওয়া একদল নেতা-নেত্রী বৈঠকে ছিলেন। এছাড়া মঙ্গল পাণ্ডে সহ বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য, আশা লাকড়াও ছিলেন এদিনের বৈঠকে।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি প্রত্যাশিত ফল করতে না পারায় রাজ্য নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এই ফলের দায় কার, তা নিয়ে শুভেন্দু বনাম দিলীপের অনুগামীদের ফেসবুক যুদ্ধ এখনও চলছে। এমন পরিস্থিতিতে কোর কমিটির বৈঠকে লোকসভার রেজাল্ট সংক্রান্ত কোনও আলোচনার রাস্তাতেই হাঁটেনি বঙ্গ বিজেপি। বৈঠক শুরু হওয়ার অনেক পরে ঢোকেন দিলীপ। আর বৈঠক থেকে সবার আগে বেরিয়ে যান সাংসদ শান্তনু ঠাকুর।

কোর কমিটির বৈঠকের পরে সুকান্ত বলেন, ‘আসন্ন উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। মিটিং চলাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মিটিং শেষ হওয়ার পরে তাঁর সঙ্গে কথা হয়েছে।’ এদিনের বৈঠকে অনুপস্থিতি নিয়ে কোচবিহারে শুভেন্দু বলেন, ‘অমিত শাহ আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের পাশে আগে থাকতে হবে। কোর কমিটির ১৮ জনের মধ্যে দুজন এখানে (কোচবিহার) রয়েছেন। ওখানে যে সিদ্ধান্ত হবে তা আমরা পূর্ণ সমর্থন করব। আমি গিয়ে (প্রস্তাবে) সই করে দেব।’

Bengal BJP News: খুল্লমখুল্লা লড়াই পদ্মের দুই বঙ্গ ‘সৈনিক’ শিবিরে, নীরব দিলীপ-শুভেন্দু

প্রশ্ন উঠেছে, লোকসভা ভোটের পরে কোর কমিটির প্রথম বৈঠকে কেন নির্বাচনী ফলাফল নিয়ে কোনও ময়নাতদন্ত হলো না? মিটিংয়ের পরে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘এই বিষয়ে অল্প সময়ে আলোচনা হয় না। ভবিষ্যতে আলোচনা হবে।’ যদিও তা কবে হবে, তার কোনও আভাস বৈঠকে মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য-রা দেননি।

এ দিনের বৈঠকে চারটি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ১২ জন প্রার্থীর খসড়া তালিকা তৈরি করেছে বঙ্গ বিজেপি। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এই তালিকা থেকে চূড়ান্ত নাম বেছে নেবেন। অগ্নিমিত্রা পালের কথায়, ‘প্রার্থীদের নাম দিল্লিতে পাঠানো হবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *