Kolkata Nimtala Ghat Incident : দশহারারার সকালে বিপত্তি, গঙ্গায় তলিয়ে যাওয়া গাড়ি উদ্ধার – kolkata incident car with teenager drowned in ganga nimtala ghat later rescued by local people watch video


রবিবার সকালে কলকাতার রুবি এলাকা থেকে এক পরিবার গাড়ি করে নিমতলা ঘাট সংলগ্ন ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে। ওই পরিবারের সদস্যেরা গাড়ি থেকে নেমে মন্দিরে পুজো দিতে যায় কিন্তু বাড়ির ছোট ছেলে গাড়িতেই ছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে বলে খবর। গাড়ির স্টিয়ারিং নিয়ে টানাটানি করতে গিয়েই বিপদ ডেকে আনে ওই কিশোর বয়ে খবর মিলেছে। তারপরেই গাড়িটি গড়িয়ে গঙ্গায় তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে কিশোরটিকে উদ্ধার করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। গাড়ির মধ্যে থেকে কিশোরকে কোনও রকমে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ-এর আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। নামানো হয়েছিল ডুবুরি। আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *