লোকসভা ভোটের আগে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রতিজ্ঞা করেছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে হারাতে না পারলে আমিষ খাবেন না। অবশেষে সেই প্রতিজ্ঞাই এবার ভাঙলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ৪ জুন ভোটের ফল সামনে আসে এবং কোচবিহার থেকে জয়ী হন জগদীশ বর্মা বসুনিয়া (Cooch Behar News)। তবে তারপরেও এতদিন মাছ না খেয়েই ছিলেন রবীন্দ্রনাথ (Minister Udayan Guha)। ১৬ জুন রবিবার কোচবিহার রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আর সেই অনুষ্ঠানের মঞ্চেই রবীন্দ্রনাথ ঘোষকে মাছ খাইয়ে দিতে দেখা গিয়েছে উদয়ন গুহকে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কী বললেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।