Royal Bengal Tiger,গভীর বনে সঙ্গীদের সামনেই মৎস্যজীবীকে নিয়ে গেল বাঘ – royal bengal tiger drags away a fisherman in sundarban deep forest


এই সময়, পাথরপ্রতিমা: কাঁকড়া ধরার সময় পিছন থেকে একটি বাঘ এসে ঘাড় কামড়ে ধরে তাঁর। তা দেখে মৎস্যজীবীর অন্য সঙ্গীরা বাঘের মুখ থেকে তাঁকে ফেরানোর চেষ্টা করেন। চলে বাঘে মানুষে টানাটানি। কিন্তু শেষে বাঘ মৎস্যজীবীকে মুখে নিয়ে জঙ্গলে ঢুকে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর নিরাশ হয়ে ফিরে আসেন অন্য মৎস্যজীবীরা। শুক্রবার ঘটনাটি ঘটে সুন্দরবনের কলসের জঙ্গলে।শনিবার সকালে ছোট ভুটভুটি নিয়ে গ্রামে ফেরেন সবাই। গোপাল মল্লিক (২৬) নামে ওই মৎস্যজীবীর বাড়ি পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানা এলাকার সত্যদাসপুরে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোপালের পরিবারের লোকজন। এ দিন গোপালের স্ত্রী পার্বতী গোবর্ধনপুর উপকূল থানায় নিখোঁজ ডায়েরি করেন।

পরে পুলিশ বন দপ্তরের স্থানীয় বিট অফিসে খবর দেয়। খবর পাওয়ার পরই কলসের জঙ্গলে গোপালের খোঁজ চালাচ্ছেন বনকর্মীর। সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ১০ জুন সোমবার বিকেলে পুরুষ ও মহিলা মিলিয়ে ৬ জনের একটি দল ছোট ভুটভুটিতে চেপে সুন্দরবনের কলসের জঙ্গলে জগদ্দল নদীতে কাঁকড়া ধরতে যান। সেই দলে ছিলেন গোপালও। শুক্রবার দুপুর একটা নাগাদ তাঁরা কলস জঙ্গল সংলগ্ন জগদ্দল নদীতে কাঁকড়া ধরছিলেন।

সেই সময় একটি বাঘ হঠাৎ পিছন দিক থেকে গোপালের উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর ঘাড় কামড়ে ধরে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীরা বাঘের মুখ থেকে গোপালকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাঁরা বাঘের কবল থেকে গোপালকে উদ্ধার করতে পারেননি।

Royal Bengal Tiger : রয়্যাল বেঙ্গল টাইগার! সফল সুন্দরবন সফর

স্ত্রী এবং তিন ছেলেমেয়েকে নিয়ে গোপালের অভাবের সংসার। হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন গোপাল। সুন্দরবনের গভীর জঙ্গলের নদী ও খাঁড়ি থেকে কাঁকড়া মাছ ধরে এনে বিক্রি করার পর যা আসত, সেটুকু টাকায় চলত সংসার। আচমকা বাঘের খপ্পরে পড়ে গোপালের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় আতান্তরে পড়েছে গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েন বাসুদেবের স্ত্রী পার্বতী মল্লিক।

তিনি বলেন, ‘জানি না ও কেমন আছে। সকলের চোখের সামন থেকে আচমকা বাঘ ওকে তুলে নিয়ে যাবে, ভাবতেই পারছি না। ও বেঁচে না ফিরলে আমাদের সব শেষ হয়ে যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *