আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় ১৮ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে ১৬ থেকে ১৭ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশকিছু জেলায়। আগামী ১৭ জুন কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে, ১৮ এবং ১৯ জুন থেকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানায় হয়।
হাওয়া অফিসের খবর, উত্তরবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। বিহার থেকে মেঘালয় পর্যন্ত। যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে, দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির ব্যাপারে ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস।
গত কয়েক সপ্তাহ ধরে গলদঘর্ম অবস্থা গোটা দক্ষিণবঙ্গের। দু-এক ফোঁটা বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না দক্ষিণের জেলাগুলির বাসিন্দারা। এমনকি, পশ্চিমের অনেক জেলায় তাপপ্রবাহ রয়েছে সকালের দিকে। সেখানেই আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। ১৭ জুন কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
তবে, ১৮ জুনের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বাড়বে। ১৮, ১৯, ২০ জুন পর্যন্ত দক্ষিণের সব জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।