Sumukhi Suresh Comedy Show : সুমুখি সুরেশের কমেডি শো-এ চাঁদের হাট – bhumi pednekar konkona sen sharma with other bollywood celebrities attended sumukhi suresh comedy show watch video


প্রখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান সুমুখি সুরেশের কমেডি শো-এ এদিন দেখা গিয়েছে চাঁদের হাট। এই অনুষ্ঠানে বলিউডের এক গুচ্ছ তারকা হাজির হয়েছিলেন। ভূমি পেডনেকর থেকে শুরু করে কঙ্কনা সেন শর্মা, কিম শর্মা সহ হাজির হয়েছিলেন আরও অনেকেই (Sumukhi Suresh Comedy Show)। ভূমি পেডনেকরকে গতকাল দেখা গিয়েছিল উরফি জাভেদের সঙ্গে একটি রেঁস্তোরায়। এবারে তিনি হাজির হলেন সুমুখি সুরেশের কমেডি শো-এ। এছাড়া আরও অনেকে এদিন হাজির হয়েছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান সুমুখি সুরেশের ডাকে। বান্দ্রায় আয়োজিত এই অনুষ্ঠানে একাধিক মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করলাম আমরা। আর সেই ভিডিয়ো আমরা নিয়ে এলাম আপনাদের জন্য। চলুন দেখেনি কারা হাজির হয়েছিলেন সেখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *