Trinamool Congress : নিশীথকে হারিয়ে প্রতিজ্ঞা রক্ষা, ২ মাস পর মাছ খেলেন রবীন্দ্রনাথ – coochbehar municipality chairman rabindra nath ghosh ate fish betting to defeat nisith pramanik


নিশীথ প্রামাণিককে হারাতেই হবে! পণ করেছিলেন তিনি। নিশীথ প্রামাণিক না হারা পর্যন্ত তিনি মাছ খাবেন না। এমনটাই, ব্রত নিয়েছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। রবিবার দলের এক অনুষ্ঠানের সভামঞ্চে মাছ খেলেন তিনি। তাঁকে মাছ খাওয়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।মৎস্যমুখ করার পর এদিন রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘কোচবিহারের মদনমোহন ঠাকুরের বাড়িতে ভোটের আগে পুজো দিতে গিয়েছিলাম। সেখানেই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন না নিশীথ প্রামাণিককে হারাতে পারছি মাছ খাব না। ভেবেই নিয়েছিলাম যদিও, কোনওদিন না হারাতে পারি, তাহলে জীবনেও মাছ-মাংস ছোবো না। আজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এখন থেকে নিশীথ প্রামাণিককে হারানো সম্ভব হয়েছে।’ জেলা স্তরের নেতৃত্বের সামনেই এদিন মাছ-মাংস খেলেন তিনি।

রবিবার কোচবিহার রবীন্দ্রভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। জেলার ১২ টি ব্লকের জেলা নেতৃত্ব ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও বাছাই করা নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘বিভীষণ না থাকলে রাবন পরাজিত হত না। তাই বিভীষণদের অবশ্যই চিহ্নিত করতে হবে। শহরগুলোতে যেখানে খারাপ ফল হয়েছে, সেই এলাকার শহর, ব্লক সভাপতিকে যেমন দায়িত্ব নিতে হবে তেমনই পুরসভার চেয়ারম্যানকেও দায়িত্ব নিতে হবে।’

Rabindranath Ghosh: ‘নিশীথ প্রামানিক একজন বর্নড ক্রিমিনাল’, মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের

ভোট পরবর্তী সময়ে ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, ‘ওঁর যেখানে ইচ্ছা সেখানে যাক। এতে আমাদের কিছু বলার নেই।’ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের মন্তব্যে সায় দিয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিকও বলেন, ‘ইতিমধ্যে দল বিরোধীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বেশ কিছু নাম উঠে এসেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি অঞ্চল, ব্লক ও জেলা নেতাদের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট রাজ্যে পাঠানো হবে বলেও জানান তিনি।

Nisith Pramanik : ‘গণনাকেন্দ্রে শতাধিক EVM বদল হয়েছে’, ফলপ্রকাশের ৮ দিন পর সাফাই নিশীথের
প্রসঙ্গত, এবার হাড্ডাহাড্ডি লড়াই ছিল কোচবিহার লোকসভা কেন্দ্রে। বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিল সিতাই বিধানসভার বিধায়ক জগদীশবর্মা বসুনিয়াকে। নিশীথকে ৩৯,২৫০ ভোটে হারিয়ে দেন জগদীশ। কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়ে এই কেন্দ্রে এবার বড় জয় পে তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *