West Bengal Latest News,হঠাৎ আকাশ থেকে ছুটে এল যন্ত্র, পশ্চিম মেদিনীপুরের ঘটনায় শোরগোল – one machine is discovered in chandrakona paschim medinipur what is it


আকাশ থেকে এসে পড়ল একটি যন্ত্র! তাতে আবার আলো জ্বলছে। রবিবারের সাতসকালে তোলপাড় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মারূপচক গ্রাম। অনেকের স্মরণে আবার পিকে-র মতো বলিউড ছবি। ‘ভিন গ্রহের প্রাণী’ নিয়ে বলিউডের পাশাপাশি সাধারণ মানুষের অমোঘ টান। তবে কি…? যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ওয়েদার স্টেশনের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ওই যন্ত্রটি একটি রেডিও সোন্ড। এদিকে ঘটনাস্থলি হাজির হয়েছে পুলিশ।রবিবার ছুটির মেজাজে ছিল চন্দ্রকোনা থানার মারূপচক গ্রাম। কিন্তু, সকালে এলাকার কিছু মানুষ দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে। যন্ত্রটি থেকে ঠিকরে পড়ছে আলো। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং যন্ত্রটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। যন্ত্রটি নিয়ে রীতিমতো হুলস্থূল কাণ্ড পড়ে যায় এলাকায়।

ঘটনাস্থলে পৌঁছে ওই যন্ত্রটি ভালোভাবে পরীক্ষা করেন পুলিশকর্মীরা। এরপর বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ওয়েদার স্টেশনের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, এটি একটি ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র। যা বিশেষভাবে বায়ুমণ্ডলে ঘোরে। রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে উচ্চতা, চাপ, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতি, দিক, এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে তথ্য পাঠায়। তবে এই যন্ত্রটি কোন আবহাওয়া স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘সকালবেলা দেখি এই যন্ত্রটি মাটিতে পড়ে রয়েছে। প্রথমে বুঝতে পারিনি তা আসলে কী। পরে বুঝতে পেরে সকলকে ডাকাডাকি করি। দেখলাম ভেতরে একটি যন্ত্র রয়েছে। আমরা সিনেমাতে দেখি ভিনগ্রহের প্রাণীর কথা। অনেকে তা ভেবেছিল বা কেউ কুমতলবে কোনও যন্ত্র ফেলে রেখে গিয়েছিল, সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। ফলে আমরা পুলিশে খবর দিই।’

অপর এলাকাবাসী বলেন, ‘আমরা সকলেই ভয় পেয়ে যাই। যন্ত্রটির আশেপাশেও যাইনি। দেখি সেখান থেকে আলো বার হচ্ছিল। তা কী জিনিস না জেনে হাত দেওয়া সম্ভব ছিল না। তাই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করে।’ এদিকে যন্ত্রটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। কোথা থেকে তা এল? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *