জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা। দুর্ঘটনাটি ঘটে রাঙাপানি স্টেশনের কাছে। ইতোমধ্যে জানা গিয়েছে, দুর্ঘটনায় মারা গিয়েছে মোট ৮ জন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গিয়েছে। ২ জন চালক, ১ জন রেল গার্ড এবং অন্য ১ জন আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর, তাঁর নাম সেলাব সুব্বা। বাকি ৪ জনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩৭ সার্জিক্যাল কেস (৫ ব্যক্তি গুরুতর অবস্থা), ৪ অর্থোপেডিক কেস, ৮ জন মৃত, এবং ১ জনের শরীরের অংশ পাওয়া গিয়েছে। দুর্ঘটনার জেরে যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। রইল তাদের তালিকা-
১. পার্থ সারথী মণ্ডল
২. মাখন সেন
৩.মনোজ কুমার দাস
৪. ছবি মণ্ডল
৫. তন্ময় ঘোষ
৬. সুশীল মণ্ডল
৭. শ্রীকান্ত পাত্র
৮. সৌনক সাহা
৯. পবন দাস
১০. অজিত
১১. শিবা মণ্ডল
১২. পুতুল মণ্ডল
১৩. শক্তি বিশ্বাস
১৪. মন কুমার
১৫. বিশ্বনাথ শর্মা
১৬. অনুপ দাস
১৭. মিঠু সিনহা
১৮. অনিতা দাস
১৯. ইন্দ্রজিৎ মণ্ডল
২০. রাজকুমার বঁতগিল
২১. স্নেহা মণ্ডল
২২. হাসান শেখ
২৩. রিপা ঘোষ
২৪. রূপন ঘোষ
২৫. গোপাল ঘোষ
২৬. পরিচয়হীন
২৭. সম্পা পাল
২৮.সন্ধি সরকার
২৯. হাসি বব
৩০. নিতাই পাল
৩১. খুশি সরকার
৩২. চণ্ডী সরকার
৩৩. জিমি দত্ত
৩৪. দিলদার হোসেন
৩৫. শান্তনু ভুঁইয়া
৩৬. সোহেল রিয়াল
৩৭. স্মৃতি মণ্ডল
৩৮. রঞ্জিত কুমার
৩৯. বিলাস মজুমদার
৪০. সুদেশ লোহার
মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে সব পক্ষ। দুর্ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্সে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেল। দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনটির বাকি যাত্রীদের শিয়ালদহে ফিরিয়ে আনতে নিউ জলপাইগুড়ি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল।
দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১০টি বাস। পাশাপাশি আজ বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি-কলকাতা অতিরিক্ত বাস পরিষেবাও চালু থাকবে। পাশাপাশি এ-ও জানানো হয়েছে, আজ, সোমবার শিয়ালদহ থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার কথা তা সময়মতো-ই ছাড়বে।
প্রসঙ্গত দুঘর্টনার জেরে যে সব ট্রেনগুলি বাতিল এবং ঘুরপথে রইল তার তালিকাও।
শিয়ালদহ, কাটিহার, নিউ জলপাইগুড়িতে চালু হেল্পলাইন নাম্বার।
শিয়ালদহ: 033-23508794, 033-23833326
কাটিহার: 09002041952, 9771441956
নিউ জলপাইগুড়ি: +916287801758
গুয়াহাটি স্টেশনে ও লাম্বডিং হেল্পলাইন নাম্বার চালু-
গুয়াহাটি স্টেশন- 03612731621, 03612731622, 03612731623
লাম্বডিং – 03674263958, 03674263831, 03674263120, 03674263126, 03674263858
হাওড়াতেও চালু হেল্পলাইন নাম্বার- 03326413660, 03326402242, 03326402243
আরও কিছু হেল্পলাইন ও ইমারজেন্সি নাম্বার-
নিউ বঙ্গাইগাঁও হেল্পলাইন নাম্বার- 9435021417, 9287998179
আলিপুরদুয়ার রোড ইমারজেন্সি নাম্বার- 8170034235
কিষাণগঞ্জ ইমারজেন্সি নাম্বার- 7542028020, 06456-226795
ডালখোলা ইমারজেন্সি নাম্বার- 8170034228
বারাসই ইমারজেন্সি নাম্বার- 7541806358
সামসি ইমারজেন্সি নাম্বার- 03513-265690, 03513- 265692
নৈহাটিতেও চালু হেল্পলাইন নাম্বার। রেলওয়ে নাম্বার- 39222, বিএসএনএল নাম্বার- 033-25812128।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)