৪০ ডিগ্রির গরমেও এবার ঠান্ডা উপভোগ করতে পারবেন কৃষকরা। শুধু তাই নয়, তাঁদের চারপাশে ঘেঁষতে পারবে না পোকামাকড়। শোনা যাবে গানও। আর সেই সবই একটি টুপির সৌজন্যে। আর এই বিশেষ টুপি তৈরি করেছেন নদিয়ার স্কুল শিক্ষক সুকুমার বিশ্বাস। তবে পরীক্ষামূলকভাবে এই টুপি তৈরি করা হয়েছে। তবে তা এখনও বাজারে পাওয়া যাচ্ছে না।
Source link
