সোমবার সাত সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনাটি ঘটেছে এনজেপি স্টেশনের কাছে রাঙাপানি স্টেশনে। এই ট্রেন দুর্ঘটনা মনে করিয়ে দিয়েছে এক বছর আগের করমণ্ডলের ভয়াবহ স্মৃতি। ধাক্কার অভিঘাতে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘার পিছনের একটি কামরা আড়াআড়ি ভাবে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায়। বাকি দুটি কামরা দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্ত পাঁচ জনের। পাশাপাশি মৃত্যু হয়েছে মালগাড়ির চালকের। আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন৷ শব্দ শুনে সেখানে দৌড়ে আসেন স্থানীয়রা। যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধার কাজ। দুপুর গড়াতেই ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন তিনি?