ইদ আল অদা বা বকরি ইদ যাই বলা হোক না কেনও আজ দেশ জুড়ে পালিত হয়েছে খুশির ইদ। খুশির হাওয়া পৌঁছাতে বাদ পরেনি সীমান্তেও। তাই ভারত-বাংলাদেশ সীমান্তেও পালিত হল ইদ। সকাল থেকেই এ দিন রাজ্যের বিভিন্ন মসজিদে ইদে নমাজ পড়ার তৎপরতা দেখা দিয়েছে। এই ইদ মূলত স্বার্থত্যাগের। এ দিন ইদ উপলক্ষে বাংলাদেশের সেনাদের হাতে উপহার তুলে দিলেন ভারতীয় সেনারা। গেদে সীমান্তে ২ নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আল্লাহের নির্দেশে পয়গম্বর হজরত ইব্রাহিম সবচেয়ে প্রিয় একমাত্র সন্তান ইসমাইলকে বলি দিতে যান। কিন্তু আল্লাহ তাঁকে বাঁচিয়ে নেন। তারপর থেকেই সারা বিশ্বে পালিত হয় বকরি ইদ।