সোমের সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের কয়েকটি কামড়া লাইন থেকে ছিটকে যায়। দেশলাই বাক্সের মতো দুমড়ে মুচড়ে ছড়িয়ে পড়ে লাইনের পাশে। একটি কামরা আড়াআড়িভাবে উঠে পড়ে মালগাড়ির ইঞ্জিনের উপর। এই ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির দুই লোকো পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। এ ছাড়াও আরও পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। ট্রেনের শেষ তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত বাকি কামরা। বাকি কামড়ার যাত্রীদের নিয়ে ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে শিয়ালদা অভিমুখে দুপুর ১২.৪০ নাগাদ রওনা দেয়। যদিও মৃত্যুকে কাছ থেকে দেখার আতঙ্ক তখনও লেগে যাত্রীদের চোখেমুখে। অনেকে ফের ওই অভিশপ্ত ট্রেনে চড়তে নারাজ।