North Bengal Rain Forecast,টানা ৪-৫ দিন ব্যাপক দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে, প্ল্যান ভেস্তে যেতে পারে পর্যটকদের – north bengal many district may witnees of rain in next 4 to five days


উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি জারি। আগামী কয়েকদিনে বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করতে পারে। বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন বহু পর্যটক। ফলে পর্যটকরাও সমস্যার মুখে পড়তে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দুর্যোগে উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টির জেরে প্রভাব পড়তে পারে সিকিমসহ উত্তরপূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। হাওয়া অফিস বলছে, পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতে পারে। যার জেরে বাড়তে পারে দুর্ভোগ। কারণ হাওয়া অফিস বলছে, আরও চার থেকে পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে উত্তরে।এক্ষেত্রে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো বাতাস।

সিকিম, ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের নদীগুলিতে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে উত্তরের পার্বত্য এলাকায়। পাশাপাশি বিপর্যস্ত হতে পারে ট্রাফিক ব্যবস্থা। যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। প্লাবিত হতে পারে নীচু এলাকা। ক্ষতি হতে পারে ফসলের। এমনকী কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, এরই মাঝে ঘটে উত্তরবঙ্গে ঘটে গিয়েছে বড়সড় ট্রেন দুর্ঘটনা। ফলে আবহাওয়ার অবনতি হলে উদ্ধারকার্যে তার প্রভাব পড়তে পারে বলেও মনে মনে করা হচ্ছে।

এদিকে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমে কার্যত পুড়ছে দক্ষিণবঙ্গ। সঙ্গে চলছে তীব্র প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরস্থিতি। হাওয়া অফিস বলছে, আগামী চারদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে। বিহার থেকে অসম পর্যন্ত অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে কলকাতায় মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই এদিন রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে কলকাতায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *