Raiganj Bypoll : ছাত্র পরিষদ থেকে রাজনীতিতে হাতেখড়ি! লড়েছেন নির্দল হয়েও, রায়গঞ্জে BJP-র ভরসা মানস – manas kumar ghosh bjp candidate for raiganj assembly bypoll


ছাত্র জীবন থেকে জাতীয় কংগ্রেসের সৈনিক। ছাত্র পরিষদের নেতা থেকে পরবর্তীতে জেলা যুব কংগ্রেসের সভাপতি। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস দলে যোগদান। দলের টিকিট না পেয়ে ওই বছরই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির একটি আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়লাভ। পরে ফের তৃণমূল কংগ্রেসের বোর্ডে যোগ দিয়ে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে আসীন। পরে বিজেপিতে যোগদান করেন মানস কুমার ঘোষ। ‘দলবদলু’ সেই নেতার উপরেই এবার রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে ভরসা রাখল বিজেপি।২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন মানস। বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতি পদও পান তিনি। এবার ২০২৪-এ রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হলেন তিনি। ইতিমধ্যেই প্রেসবিজ্ঞপ্তি-র মাধ্যমে মানস কুমার ঘোষের নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা এলাকা থেকে বিপুল ভোটের লিড পায় বিজেপি। ফলে এবার বিধানসভা উপনির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। বেশ কয়েকটি নাম নিয়ে জোর জল্পনা চলছিল। তবে, প্রার্থী পদে দলের অভ্যন্তরে জোরালো হচ্ছিল মানস কুমার ঘোষের নাম। রাজ্য বিজেপি নেতৃত্ব আলোচনা চালিয়েও চূড়ান্ত করতে পারেনি প্রার্থীর নাম। বিজেপি সূত্রে খবর, শেষপর্যন্ত তিনটি নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায় রাজ্য কমিটি। অবশেষে মানস কুমার ঘোষের নামেই চূড়ান্ত সিলমোহর দিল কেন্দ্রীয় নেতৃত্ব।

Krishna Kalyani Raiganj By Election: বিধানসভা উপনির্বাচনেও রায়গঞ্জে ভরসা কৃষ্ণ কল্যাণীতেই

সোমবার নাম ঘোষণা হতেই সপরিবারে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের শংকরপুরে অবস্থিত গ্রামের বাড়িতে মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দল আমার উপরে আস্থা রেখেছে। এই নির্বাচনে লড়াই হবে। এখানে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বা তৃণমূল কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়। লোকসভা ভোটে কৃষ্ণ কল্যাণীকে মানুষ প্রত্যাখ্যান করেছে। আবার কৃষ্ণ কল্যাণী প্রার্থী হয়েছেন বিধানসভা উপনির্বাচনে।’ জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলে জানান মানস কুমার ঘোষ।

Raiganj Lok Sabha Election Result 2024: ‘নাক কেটে পরের যাত্রাভঙ্গ…’, বিজেপির রায়গঞ্জ জয়ে মন্তব্য মমতার
সোমবারই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। রায়গঞ্জ কেন্দ্রে মানস কুমার ঘোষের পাশাপাশি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মনোজ কুমার বিশ্বাস, বাগদা কেন্দ্রে বিনয় কুমার বিশ্বাস এবং মানিকতলা কেন্দ্রে কল্যাণ চৌবের নাম উল্লেখ করা হয়েছে। রায়গঞ্জ কেন্দ্র থেকে লোকসভার পর বিধানসভা উপ নির্বাচনেও কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *