সোমবার সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষের ৩টি কামরা। একটি কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে গিয়েছে। ফাঁসিদেওয়ার কাছে ঘটে এই ঘটনাটি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। দ্রুততার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্ত পাঁচ জনের। পাশাপাশি মৃত্যু হয়েছে মালগাড়ির চালকের। গ্যাসকাটার ব্যবহার করে মালগাড়ির ইঞ্জিন কেটে ও দুমড়ানো কামরা থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছে উদ্ধারকারী দল। এই পরিস্থিতিতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। কী বলছেন তিনি শুনে নেব।