West Bengal BJP Candidate,৪ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির, রইল পূর্ণাঙ্গ তালিকা – west bengal bye election bjp announces 4 constituency candidate name


রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিকতলা কেন্দ্রে প্রার্থী হবেন কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদার প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং রায়গঞ্জের প্রার্থী মানস কুমার ঘোষ। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের পর রাজ্য়ে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ৪০০ পার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছিল এনডিএ। কিন্তু, ফলাফলে ব্যাপক ধাক্কা খায় তারা। বাংলায় ৩৫ আসনের ন্যূনতম লক্ষ্যমাত্রা নিয়ে এগোলেও ২০১৯ সালে পাওয়া আসনসংখ্যাও ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। ১৮টি থেকে কমে ১২টি আসন পেয়েছিল বিজেপি। সেই জায়গায় রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠেছিল। ২৯টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। এছাড়াও দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও জয়ী হয় সবুজ শিবির।

প্রসঙ্গত, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁরা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে শাসক দলে যোগদান করেন। তৃণমূল লোকসভায় তাঁদের প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাঁরা। ফলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলি বিধায়কশূন্য হয়ে পড়ে। অন্যদিকে, সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক, আগামী ১০ জুলাই এই চারটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। শেষ মনোনয়ন জমা দেওয়া যাবে ২১ জুন এবং স্কুটিনি করার শেষ তারিখ ২৪ জুন। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ২৬ জুন। ফলাফল প্রকাশিত হবে ১৩ জুলাই।

মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্য শাসক দলের বাগদায় বিশেষ চমক বাগদায় প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা। সম্প্রতি বড়মা বীণাপাণি দেবীর ঘর দখল করার অভিযোগ ওঠে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। তখন মায়ের সঙ্গে অনশনে বসেছিলেন ঠাকুরবাড়ির এই তরুণ মুখ মধুপর্ণা। মতুয়াগড় হিসেবে পরিচিত বাগদায় ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণাকে প্রার্থী করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *