West Bengal Rail Accident,’কোনওরকম তথ্য ছাড়াই ট্রেন বাতিল করা হয়’, আহতদের সঙ্গে সাক্ষাতের পর রেলকে তোপ মমতা – mamata banerjee raises her voice regarding passenger comfort in train


উত্তরবঙ্গে পৌঁছে রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। আর আহতদের মধ্যে ১ জন ছাড়া বাকিদের অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জানি না রেলে কী চলছে জানি না। মানুষকে ট্রেন ছেড়ে বাইক নিতে নয়, সাইকেল নিতে হয়। কখনও কখনও মানুষ বুঝতেই পারে না, বাড়ি কী ভাবে ফিরবে? কোনওরকম আগাম তথ্য ছাড়াই গাড়ি বাতিল করা হয়। ফলে খুব সমস্যা হয়। রেলের বাজেট বন্ধ করে দিয়েছে। আগে রেল যে গুরুত্ব পেত তা এখন আর পায় না।’ বর্তমানে রেলে নতুন কিছু নেই বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাঝ্যায়। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘মেট্রো ও রেলে নতুন যে সমস্ত স্টেশন আসছে সেগুলি সবই আমার সময় টাকা দেওয়া। নতুন কিছুই নেই।’ তিনি আরও বলেন, ‘বন্দে ভারতের নামে এত পাবলিসিটি হচ্ছে, দুরন্ত কোথায়?’ রেলমন্ত্রক ‘অবহেলার সম্মুখিন’ বলেও অভিযোগ করেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনাস্থলে তিনি যাচ্ছেন না। এদিন সকালেই তিনি স্থানীয় বিধায়ক হামিদুল রহমানকে ফোন করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে দুর্ঘটনার পরেই, মেডিক্যাল দল, উদ্ধারকারী দল সহ সব ধরনের সহযোগিতায় পাঠান হয়েছে হয়েছে বলেও জানান তিনি। যাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে প্রায় একই ধরনের কথা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, ‘দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই, অ্যান্টি কলিশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম। রাজধানীর পরে একমাত্র দুরন্ত স্পিড আপ করেছিল। আমি জানি না সেটা এখন কোথায়। যত না করেছে, তার থেকে ভাড়া বাড়িয়েছে। এই জায়গাটা ব্ল্যাক স্পট। এর আগে গাইসাল দুর্ঘটনা হয়েছিল আরও একটু দূরে। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসিদেওয়াতে যে দুর্ঘটনাটি হয়েছে, এটা আরও মারাত্মক হতে পারত। একটা ট্রেন এসে যখন অপর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিক থাকে না, একটা বগি ভেঙে পড়বে না ১০টা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *