Bagda Bjp Workers Protest Aganist Assembly Bypoll Candidate


সবেমাত্র চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যেই প্রার্থী নিয়ে বিরোধ। বাগদার পদ্ম প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মীদের একাংশের।বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই উত্তপ্ত বাগদা। ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করাবেন বিজেপি কর্মী সমর্থকরা এমনই হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আগামী ১০ তারিখ বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন। চারটি কেন্দ্রের মধ্যে অন্যতম বাগদা বিধানসভা।

সোমবার দুপুরে নিজেদের প্রার্থী হিসেবে বাগদায় বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থীর নাম ঘোষণা করতেই বিক্ষুব্ধ হয়ে পড়ে কর্মী সমর্থকরা। বাগদার হাই স্কুল ময়দানে বিজেপি কর্মী সমর্থকদের তরফে একটি অস্থায়ী আলোচনার সভা করা হয়। সমর্থকরা বলেন, ‘আমরা বাগদার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে। যাঁকে কোনওদিন দেখা যায়নি। আমরা এই প্রার্থী মানছি না।’

তাঁরা এও হুঁশিয়ারি দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না হলে তাঁরা কেউ বিজেপিতে ভোট দেবেন না। উলটে, বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দাঁড় করানো হবে।বিজেপির যুব নেতা সমীর বিশ্বাস জানান, এর আগেও বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছিল। তাঁকে আমরা খেটে জিতিয়েছিলেন। কিন্তু, এরপর তিনি অন্য দলে চলে যান। এরপরেও সেই একই ভাবে বহিরাগত প্রার্থী দেওয়া হল। এটা আমরা চাই না। বিষয়টি নিয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘দল থেকে প্রার্থী ঠিক করে দেওয়া হয়েছে। তিনি পদ্ম চিহ্নে লড়বেন। যাঁরা দলের অনুগত সৈনিক তাঁরা দলের প্রার্থীর হয়েই কাজ করবেন। কে বা কারা হুমকি দিয়েছে, হুমকির সামনে বিজেপি মাথানত করবে না।’

Matua Thakurbari Conflict : ‘সবটাই নাটক, সবই পরিকল্পনা’ মন্তব্য মমতাবালা ঠাকুরের

প্রসঙ্গত, বাগদা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মমতা বালা ঠাকুরের কন্যা তিনি। এবারই রাজনীতিতে প্রথম পা রাখলেন তিনি। কিছুদিন আগেই তাঁর ঠাকুমা বড়মা বীণাপাণি ঠাকুরের ঘর দখল করার অভিযোগ তুলে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশন করেন তিনি।

Bagdah Bye Election : অনশন করে ‘নেকনজরে’? BJP-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের বাজি বড়মার নাতনি মধুপর্ণা
বাগদা কেন্দ্রে গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দাস। তিনি সেইবার জয়ী হন। যদিও, বিধানসভা নির্বাচনের পর তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এবার লোকসভা নির্বাচনে তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। এবার এই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে বিনয় বিশ্বাসকে। তিনি উত্তর ২৪ পরগনা জেলারই বনগাঁর আকাইপুরের বাসিন্দা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় ভোটের মুখে চাপে গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *