Bankura Service Kali Mandir : সার্ভিস কালীর কৃপায় চাকরি পাকা! – bankura service kali mandir devotees gathered to offer prayer for getting jobs for details watch video


‘মা’য়ের কাছে ভক্তিভরে প্রার্থনা করলেই নাকি চাকরি পাকা! এমনই বিশ্বাস করেন ভক্তেরা। বাঁকুড়ার সোনামুখীর সার্ভিস কালী মায়ের কাছে যেই প্রার্থনা করেছেন সেই নাকি চাকরি পেয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। জেলা সদর বাঁকুড়া থেকে ৪৫ কিলোমিটার দূরে সোনামুখীর সার্ভিস কালীর এই মন্দির অবস্থিত। দেবীর কাছে মানত করলেই চাকরি পাওয়া যায় বলে দাবি ভক্তদের। বছরভর চাকরির আশায় এই মন্দিরে অসংখ্য ভক্তদের ভীড় লেগেই থাকে ব জন গিয়েছে। লোকমুখে শোনা যায় যে, এই দেবীর কাছে মানত করলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিও পাওয়া যায়। তাই জাগ্রত এই মায়ের মন্দিরে হাজার হাজার ভক্ত কাজের আশায় মানত করেন। মানত পূরণ হলে অবশ্য সামর্থ মতো উপহারও দিয়ে যান এই দেবীকে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *