Congress Bypoll Candidate : আসন সমঝোতায় ইতি? বাগদা সহ রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিল কংগ্রেস – aicc declared congress candidates name for west bengal bypoll including bagda assembly


পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন সংগঠিত হতে চলেছে আগামী ১০ জুলাই। এর মাঝেই দুটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। রায়গঞ্জ এবং বাগদা এই দুটি কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। বাগদা আসনে বাম শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে ইতিমধ্যে। এই কেন্দ্রটি নিয়ে আসন সমঝোতার পথে হাঁটল না বাম-কংগ্রেস শিবির।মঙ্গলবার এআইসিসির তরফে রাজ্যের বিধানসভা উপনির্বাচনের জন্য দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। রায়গঞ্জ কেন্দ্রের জন্য প্রার্থী হচ্ছেন মোহিত সেনগুপ্ত এবং বাগদা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন অশোক হালদার। বাকি দুটি আসন অর্থাৎ মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস।

কয়েকদিন আগেই বামফ্রন্টের তরফে তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। রায়গঞ্জ ব্যাতি রেখে বাকি তিনটি আসনে প্রার্থী দেয় বামফ্রন্ট। এর মধ্যে মানিকতলা এবং রানাঘাট আসন থেকে লড়ছেন সিপিএম প্রার্থীরা। বাগদা আসনটিতে প্রার্থী দেয় ফরওয়ার্ড ব্লক। এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন গৌরাদিত্য বিশ্বাস। বাগদা কেন্দ্রটি নিয়েই সমস্যা তৈরি হয় দুই দলের মধ্যে। গত লোকসভা নির্বাচনেও দুই দলের মধ্যে নানা কাঁটাছেড়া করে আসন সমঝোতা হয়। কিন্তু, বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে সেই চিত্র দেখা গেল না।

TMC Assembly By Poll Candidate List : ৪ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

উল্লেখ্য, বাগদা আসনটি না ছাড়া হলে চারটি কেন্দ্রেই প্রার্থী দিতে বাধ্য হবে কংগ্রেস এই মর্মে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একটি চিঠি পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে আলোচনাতেও বসে বামফ্রন্ট। আপাতত, রায়গঞ্জ আসনটি ছেড়ে বাকি আসনে বামফ্রন্ট প্রার্থী বহাল রাখবে বলেই সদ্ধান্ত হয়। এক্ষেত্রে, প্রদেশ কংগ্রেস পরবর্তী কালে আলোচনা করতে চাইলে কথা বলা যেতে পরে বলে জানিয়ে দেওয়া হয়।

Kalyan Chaubey: চৌবের পিছনে ভট্টাচার্যও, কে জানত? প্রশ্ন তৃণমূলের
উল্লেখ্য, একদিন বাদেই মঙ্গলবার চারটি কেন্দ্রের মধ্যে দুটি আসনে প্রার্থী দিল কংগ্রেস। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রার্থী তো আমাদের এখন থেকে নির্ধারিত হয় না। এটা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নির্ধারণ করে। সেখান থেকে যেখানে যাঁকে প্রার্থী করার সেটা ঠিক করে দেওয়া হয়েছে।’ অন্যদিকে, বিষয়টি নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমার কিছু জানা নেই। দল যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *