সোমের সাত সকালে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের কয়েকটি কামড়া লাইন থেকে ছিটকে যায়। দেশলাই বাক্সের মতো দুমড়ে মুচড়ে ছড়িয়ে পড়ে লাইনের পাশে। একটি কামরা আড়াআড়িভাবে উঠে পড়ে মালগাড়ির ইঞ্জিনের উপর। ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির দুই লোকো পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। এ ছাড়াও আরও বেশ কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে। এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল লাইনে। এই ঘটনা কার্যত মনে করিয়ে দিয়েছে এক বছর আগে হওয়া করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা। সেই ট্রেনেই ছিলেন পানিহাটির নাটাগড় এলাকার বাসিন্দা খোকন সেন। তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।