দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর শেষ আতঙ্কের সফর। ট্রেন থেকে নেমেও পিছু ছাড়ছে না আতঙ্ক যাত্রীদে আতঙ্ক। কেউ ভয়ে আর ট্রেনে চাপতে চাইছেন না তো কেউ ফিরতে পেরে পরমাত্মাকে ধন্যবাদ দিচ্ছেন। মালগাড়ির ধাক্কায় কেউ আবার ছিটকে পড়ে আহত। কেউ আবার অ্যাক্সিডেন্টের ভয়াবহ দৃশ্যে মানসিকভাবে বিধ্বস্ত। অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকা যাত্রীদের চোট দেহে ও মনে। সেই ট্রেনে হাজির ছিলেন বর্ধমানের এক মহিলা। দুর্ঘটনার কবল থেকে উঠে এসে বর্ধমান ফিরলেন সেই মহিলা। সেখানে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ‘আর জীবনে ট্রেনে চাপব না, এই আমার শেষ’। বিস্তারিত জানুন ভিডিয়োতে।