Skip to content
দক্ষিণবঙ্গে কবে আগমন বর্ষার? এই প্রশ্ন ঘুরছে এই প্রবল গরমে সবার মনে বিশেষত দক্ষিনবঙ্গবাসীর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জানালো হাওয়া অফিস। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে সুখবর দিয়ে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে। তাই মঙ্গলবার থেকে শুরু হওয়া বর্ষণকে প্রাক্-বর্ষার বৃষ্টিই বলা হচ্ছে। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগ চলতে পারে শুক্রবার পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।জেনে নিন ভিডিয়োতে।
Source link