South Bengal Weather,মৌসুমী বায়ু ঢুকবে কবে? প্রাক বর্ষা বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ – south bengal weather update on 18 june monsoon is coming within four days


এসেও আসছেন না তিনি। বর্ষামঙ্গল হবে কবে দক্ষিণবঙ্গে? জ্বালাপোড়া গরমে ধৈর্য্যের বাঁধ ভাঙছে দক্ষিণের জেলার বাসিন্দাদের। মৌসুমী বায়ু প্রবেশ করবে কবে? বর্ষা আসতে আর কত দেরি? কী জানাল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে সিনেমার আগেও ট্রেলার রয়েছে। অর্থাৎ, পুরোদমে বর্ষা আসার আগেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ আশপাশের জেলার আকাশে মেঘ রয়েছে। আপাতত এই কয়দিন আকাশ মেঘলা থাকবে দিনের বিভিন্ন সময়ে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তার জেরে গরম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ জেলার প্রবেশ করবে। ২৪ ঘন্টা পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তবে এই বৃষ্টি হচ্ছে প্রাক বর্ষা। যদিও, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এখনই নয় বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে প্রাক বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির এখন কোনও সম্ভাবনা নেই। মৌসুমী বায়ুর অগ্রগতিতে দক্ষিণবঙ্গে বর্ষা আসার আগাম সূচনা আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেই জানিয়েছে ভারতীয় মৌসম ভবনের সর্বশেষ রিপোর্ট। সেই কারণে আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বর্ষামুখর দিন দেখতে পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

উল্লেখ্য, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। মঙ্গলবারও কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা গুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। বুধবারও সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।

শিয়রে বর্ষা! মঙ্গলে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
তবে, চলতি সপ্তাহেই বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকে যাবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। মঙ্গলবার আষাঢ় মাসের তৃতীয় দিন। অন্যান্য বার আষাঢ় মাসের আগেই বর্ষা ঢুকে যায়, কিন্তু এবার সেই লক্ষণ দেখা যায়নি। মৌসুমী বায়ু শক্তি সঞ্চয় করে জোরালো হলে দক্ষিণবঙ্গে ঢুকলে বর্ষার আগমন ঘটবে বলেই মনে করা হচ্ছে, সেটার অপেক্ষায় আরও দু-তিন দিন কাটাতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *