নিজের গাড়ি নেই, কত সম্পদের মালিক মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে? – supti pandey maniktala bye election tmc candidate asset details


বিধানসভা উপনির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। ইতিমধ্যেই প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন তিনি। সেখানেই নিজের আয়ের খতিয়ানও দিয়েছেন। কত টাকার মালিক সাধন জায়া? ঠিক কী জানা যাচ্ছে হলফনামায়?

সুপ্তি পাণ্ডের বার্ষিক আয়

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা মোতাবেক ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৪ লাখ ৩৬ হাজার ১৫০। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ৮ লাখ ৩৪ হাজার ৫২২, ২০২০-২১ অর্থবর্ষে আয় ৭ লাখ ২৩ হাজার ৯০৪, ২০১৯-২০ অর্থবর্ষে আয় ৮ লাখ ৬৮ হাজার ২৬০ এবং ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ৮ লাখ ২৪ হাজার ২৭১।

হাতে কত টাকা রয়েছে?

নিয়ম মোতাবেক প্রার্থীর হাতে কত টাকা সেই মুহূর্তে রয়েছে তা জমা দিতে হয় হলফনামায়। সেই মোতাবেক জানা যাচ্ছে, সুপ্তি পাণ্ডের হাতে নগদ রয়েছে ১০ লাখ ২২ হাজার ৫৭১ টাকা ০২ পয়সা।

গাড়ি ও গয়না

সাধন পাণ্ডের স্ত্রীর নিজস্ব কোনও গাড়ি নেই। তাঁর সোনার গয়না রয়েছে ৬০০ গ্রাম, যার বাজারমূল্য ১৫ লাখ ৭৪ হাজার ৭০০ এবং রূপো রয়েছে ১০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা।

সুপ্তি পাণ্ডের অস্থাবর সম্পদের পরিমাণ

হলফনামাতে দেওয়া তথ্য মোতাবেক তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৭১.৩৮ টাকা।

হলফনামা (2)

ব্যাঙ্কে কত টাকা ডিপোজিট রয়েছে?

কাঁকুড়গাছির একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ৩ লাখ ৫২ হাজার ২২৩.০৫ টাকা, মানিকতলার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৭ লাখ ৯৩ হাজার ১০৫.৯৬ টাকা, কাঁকুড়গাছির একটি অ্যাকাউন্টে রয়েছে ১ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ০৭৯.১৭ টাকা, উল্টোডাঙার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৮ লাখ ৯১ হাজার ৬৩৩, বিধান সরনীতে অবস্থিত একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ৩৭ লাখ ১৫ হাজার ৪৪৪ টাকা। এছাড়াও আরও কয়েকটি অ্যাকাউন্টে অর্থ রয়েছে তাঁর। এদিকে তাঁর ২৪ লাখ টাকার লোন রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

সুপ্তি পাণ্ডের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বিএড। তিনি ১৯৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্রী শিক্ষাআয়তন কলেজ থেকে এই ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য, সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে গিয়েছেল। বিভিন্ন আইনি জটিলতার কারণে সেখানে নির্বাচন আটকে ছিল। ১০ জুলাই সংশ্লিষ্ট কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *