কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য রাজ্য সরকার একটি পোর্টাল চালুর কথা ঘোষণা করেছিল। অবশেষে চালু হল সেই পোর্টাল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পোর্টালটির উদ্বোধন করলেন। কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি আটকাতেই এই পোর্টাল চালু হল। এই অনলাইন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনও জায়গা থেকে রাজ্যের কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৪ জুন থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা একসঙ্গে সর্বোচ্চ ২৫টি আবেদন করতে পারবেন। টেনশন মুক্ত হল বাংলার পড়ুয়ারা। এক ক্লিকেই কলেজে ভর্তি হতে পারবেন সকলে। আলাদা আলাদা কলেজের পোর্টালে গিয়ে আর ভর্তির ফর্ম ফিলাপ করতে হবে না। একটা পোর্টালেই সব কলেজের ফর্ম ফিলাপ করা যাবে এবার থেকে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।