Brazilian Girl Came In Nadia District To Marry With Nabadwip Boy After A Long Courtship For More Details Watch Video


কথায় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ভালোবাসার জোরে পাহাড়ও ভাঙতে পারে মানুষ। বাজি রাখতে পারে জীবন। আর এই অদম্য ভালোবাসার সুতোর টানেই সুদূর ব্রাজিল থেকে কন্যে হাজির নবদ্বীপের ছেলের বাড়ি। প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাঙালি ছেলেকে বিয়ে করতে এসেছেন ব্রাজিলিয়ান কন্যে। বিদেশি কন্যার ভালোবাসা দেখে সাদরে গ্রহণ মণ্ডল পরিবারেরও। নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার কার্তিক মণ্ডলের ভালোবাসার টানেই সুদূর ব্রাজিল থেকে এসে হাজির ব্রাজিলের বাসিন্দা ‘ম্যানুয়েলা আলভেস দা সিলভা’। প্রেম তো হল। সেই পথেই হাঁটতে হাঁটতে দুজনে নিয়ে ফেললেন বিয়ে সিদ্ধান্তও। দুজনের ভালোবাসা দেখে দুই পরিবারেরও মেলে সম্মতি। ভাষার সীমানা পেরিয়ে বাংলায় এসে কার্তিকের পরিবারের সঙ্গে দিব্যি মানিয়ে গুছিয়ে নিয়েছেন ম্যানুয়েলা। বাংলা বলতে ও পুরোটা বুঝতে না পারায় মোবাইল ট্রান্সলেটরেরর সাহায্য নিয়ে দিব্যি বার্তালাপ চালাচ্ছেন হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর চার হাত এক হতে চলেছে শুক্রবার। সনাতন মতেই বিয়ে হবে তাদের। এই বিয়ে ঘিরে প্রবল উৎসাহ পাড়ার মানুষ থেকে পরিবারের। ব্রাজিলের বৌমা দেখতে হাজির হচ্ছেন সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *