Graduate Piu Di Viral Street Food In Chunchura Court Area Watch Her Inspirational Story


নন্দিনীদি, মিষ্টিদির হাতের খাবারের গুণগান তো শুনেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা গ্র্যাজুয়েট পিউদিকে নিয়ে। পায়ে পায়ে আমরাও পৌঁছে গিয়েছিলাম পিউ দাসের ছোট্ট অস্থায়ী দোকানে। চুঁচুড়া ধরমপুর আদর্শ পল্লীর বাসিন্দা লক্ষণ দাস ও দিপালী দাসের মেয়ে পিউ। বাবা অসুস্থ হয়ে পড়ায় হাল ধরেন মেয়ে। ভেজ-নন ভেজ সুপার কম্বো কাঁপাচ্ছে চুঁচুড়া কোর্ট চত্বর। দুপুরের সময়টা প্রচন্ড ব্যস্ততাতেই কাটে গ্র্যাজুয়েট পিউদির (Chunchura Court Premises)। চন্দননগরের খলিশানি কলেজের ফিলোসফি অনার্সের এই প্রাক্তনীর চোখে এখন একটাই স্বপ্ন (Hooghly Viral Street Food)। যেভাবেই হোক এই ব্যবসাকে দাঁড় করাতেই হবে। বাবার হাতটা শক্ত করে ধরতেই হবে। স্বপ্ন পূরণের লক্ষ্যে আরও এগিয়ে যান পিউ। বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *