ইডির ডাকে বুধবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় ৫ ঘন্টা পর ইডি দফতর থেকে বের হন তিনি। বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই হাজিরা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ঋতুপর্ণা সাফ জানিয়েছেন, দুর্নীতির সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। ইডি কিছু নথি চেয়েছিল, তিনি শুধু সেগুলি দিয়ে দিয়েছেন। এ দিন অভিনেত্রী প্রায় বেলা ১২টা ৪৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে পৌঁছে ছিলেন অভিনেত্রী। পাশাপাশি ঋতুপর্ণার হিসাবরক্ষককেও এ দিন দেখা গিয়েছে ইডির দফতরে। তিনি বেশ কিছু হিসাব সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন ইডির দফতরে। এ দিন টলি অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। সংবাদমাধ্যমকে আর কী জানিয়েছেন ঋতুপর্ণা?