সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে পৌঁছলেন বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লোকসভা নির্বাচন চলাকালীন রেশন দুর্নীতিতে অভিনেত্রীকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সব নথি নিয়ে নির্দিষ্ট সময়ের আগেই সিজিওতে পৌঁছন ঋতুপর্ণার হিসাবরক্ষক। অবশেষে অভিনেত্রী নিজেও হাজিরা দিলেন ইডির দফতরে। রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসা তথ্য ও একাধিক লেনদেন খতিয়ে দেখার পর পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে ইডি। আর তাই এই তলব বলে জানা গিয়েছে। এর আগে রোজভ্যালি দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল ঋতুপর্ণার। সেইসময় সিবিআই তলব করে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবার রেশন দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। যার মূলে মূলত কিছু আর্থিক লেনদেন। বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।