জানা গিয়েছে, ভোটের প্রচার পর্বে এলাকার নানা জায়গায় ঘুরে সায়ন্তিকা নানা ধরনের সমস্যার কথা শুনেছেন মানুষের কাছে। বরানগরবাসীদের সেই সব সমস্যা অতি দ্রুত সমাধান করতে এই অত্যাধুনিক পদ্ধতিতে পরিষেবা চালু করলেন বিধায়ক সায়ন্তিকা। কিউআর কোড পরিষেবার উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যে। কিউআর কোড স্ক্যান করলেই নিজেদের যে কোনও সমস্যায় এলাকাবাসীরা সরাসরি নব নির্বাচিত বিধায়ককে জানাতে পারবেন।
পাশাপাশি, নানা ধরনের সমস্যা সমাধানে খোলা থাকবে বিধায়কের অফিসেও। তবে যাঁরা কোনও কারণে আসতে পারবেন না, তাঁরা এই কোড স্ক্যান করে সমস্যা তুলে ধরতে পারবেন। আধুনিক পদ্ধতিতে বিধায়কের পরিষেবা দেওয়ার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বরানগর এলাকার মানুষজন। এদিন দলীয় এক সংবর্ধনা সভায় এই কিউআর কোড পরিষেবার উদ্বোধন করেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ সৌগত রায় সহ দলীয় নেতৃত্বরা।
জানা গিয়েছে, এই কোডটি স্ক্যান করলে মোবাইলে একটি গুগল ফর্ম খুলে যাবে। সেই ফর্মটি পূরণ করেই নিজের অভিযোগ লিপিবদ্ধ করা যাবে। মোট ১২টি বিভাগে এলাকাবাসীরা মতামত বা নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। সায়ন্তিকা নিজে বলেন, ‘বরানগরের উন্নয়নের জন্য যা যা করা উচিত, আমি তাই তাই করবো। আগামী দিনে বরানগর একটি মডেল বিধানসভা কেন্দ্রে রূপান্তরিত করব।’ প্রসঙ্গত, বরানগর বিধানসভা কেন্দ্র থেকে এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সজল ঘোষকে ৮ হাজারের বেশি ভোটে পরাজিত করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।