Sayantika Banerjee : নাগরিক পরিষেবায় এবার কিউআর কোড, বরানগরে শুরুতেই চমক সায়ন্তিকার – baranagar tmc mla sayantika banerjee inaugurated special qr code system for public


প্রচারে ট্যাব হাতে দেখা গিয়েছিল তাঁকে। তরুণ প্রজন্মের জনপ্রতিনিধি হিসেবে প্রযুক্তিকে কাজে লাগাতে তৎপর তিনি। এবার নিজের বিধানসভা এলাকার জন্য QR Code-এর মাধ্যমে অভাব-অভিযোগ জানানোর ব্যবস্থা করলেন বরানগরের অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিধানসভা এলাকায় যে কোনও বাসিন্দারা এই QR Code ব্যবহার করতে পারবেন, মুশিকল আসন হবে সহজেই, আশায় রয়েছেন বিধায়ক।বরানগর বিধানসভা উপনির্বাচনে রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের সমস্যা শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। বরানগরের মানুষ তাঁকেই রায় দিয়েছে বিধায়ক হিসেবে বিধানসভায় যাওয়ার। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেননি তিনি। তবে তার আগেই বরানগরের মানুষের নানা সমস্যা সমাধানে কিউআর কোডের মাধ্যমে ‘দুয়ারে সায়ন্তিকা’ পরিষেবা চালু করলেন তৃণমূলের নতুন বিধায়ক।

জানা গিয়েছে, ভোটের প্রচার পর্বে এলাকার নানা জায়গায় ঘুরে সায়ন্তিকা নানা ধরনের সমস্যার কথা শুনেছেন মানুষের কাছে। বরানগরবাসীদের সেই সব সমস্যা অতি দ্রুত সমাধান করতে এই অত্যাধুনিক পদ্ধতিতে পরিষেবা চালু করলেন বিধায়ক সায়ন্তিকা। কিউআর কোড পরিষেবার উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যে। কিউআর কোড স্ক্যান করলেই নিজেদের যে কোনও সমস্যায় এলাকাবাসীরা সরাসরি নব নির্বাচিত বিধায়ককে জানাতে পারবেন।

Sayantika Banerjee News: তৃণমূল সরকার যা করেছে তা ইতিহাসে কেউ করেনি, মন্তব্য় সায়ন্তিকার

পাশাপাশি, নানা ধরনের সমস্যা সমাধানে খোলা থাকবে বিধায়কের অফিসেও। তবে যাঁরা কোনও কারণে আসতে পারবেন না, তাঁরা এই কোড স্ক্যান করে সমস্যা তুলে ধরতে পারবেন। আধুনিক পদ্ধতিতে বিধায়কের পরিষেবা দেওয়ার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বরানগর এলাকার মানুষজন। এদিন দলীয় এক সংবর্ধনা সভায় এই কিউআর কোড পরিষেবার উদ্বোধন করেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ সৌগত রায় সহ দলীয় নেতৃত্বরা।

Saayoni Ghosh : মার্জিন কেন কম! উত্তর চান সায়নী
জানা গিয়েছে, এই কোডটি স্ক্যান করলে মোবাইলে একটি গুগল ফর্ম খুলে যাবে। সেই ফর্মটি পূরণ করেই নিজের অভিযোগ লিপিবদ্ধ করা যাবে। মোট ১২টি বিভাগে এলাকাবাসীরা মতামত বা নিজেদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন। সায়ন্তিকা নিজে বলেন, ‘বরানগরের উন্নয়নের জন্য যা যা করা উচিত, আমি তাই তাই করবো। আগামী দিনে বরানগর একটি মডেল বিধানসভা কেন্দ্রে রূপান্তরিত করব।’ প্রসঙ্গত, বরানগর বিধানসভা কেন্দ্র থেকে এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সজল ঘোষকে ৮ হাজারের বেশি ভোটে পরাজিত করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *