বাবা বিজয় মালিয়া ছিলেন কিং অফ গুড টাইমস। ভারতীয় মডেলিংয়ের দুনিয়ায় বহু টপ শট মডেলের আবির্ভাব তাঁর হাত ধরেই। কিন্তু ওই গুড টাইমস বেশিক্ষণ সঙ্গ দেয়নি। আজ অবশ্য কথা রাজপুত্তুর সিদ্ধার্থকে নিয়ে। বাবার কলঙ্কের দাগ এসে লাগে সিদ্ধার্থের জীবনেও। তাই তাঁর আর বলিউডে অভিনয়ের হাতেখড়ি হল না। মাঝখান থেকে ছেড়ে গেলেন নায়িকা গার্লফ্রেন্ড দীপিকা পাডুকোনও। মাঝে অবশ্য অনেকেই এসেছেন সিদ্ধার্থের জীবনে। তবে এবার নাকি তিনি থিতু হতে চান লংটাইম গার্লফ্রেন্ড জ্যাসমিনের সঙ্গে। ২০২৩ সালের ১ নভেম্বর একটি হ্যালোউন পার্টিতে এনগেজমেন্ট সারেন তাঁরা। মা-বাবার ডিভোর্সের পর দীর্ঘ সময় তিনি অবসাদে ভুগেছেন, ইফ আই অ্যাম অনেস্ট নামক একটি বইয়ে এই নিয়ে বিস্তারিত লেখা রয়েছে। এবার তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। লন্ডনে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। বিস্তারিত জানুন ভিডিয়োতে।