Siliguri Woman Chaitali Majumdar Claims She Did Not File Any Complaint Against Loco Pilot Of The Goods Train


সোমবার দুর্ঘটনার শিকার হয় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা দেয় এই ট্রেনটিকে। ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির লোকো পাইলটের। এই ঘটনায় মালগাড়ির চালক ও সহ চালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার নামক এক যাত্রী। অন্তত নথি বলছে তেমনটাই। কিন্তু, চৈতালির দাবি অন্য। তাঁর দাবি, কোনও অভিযোগ তিনি দায়ের করেননি। তাঁকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল হাসপাতালেই। যদিও জিআরপি সুপারিটেনডেন্ট বলছেন, অভিযোগ জানিয়েছেন যাত্রীই।সোমবার সকাল ৮টা ৩২ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মধ্যে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা দেয় একটি মালগাড়ি। ঘটনায় লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। প্রাণ হারান অনেকেই। তাঁদের মধ্যে ছিলেন মালগাড়ির লোকো পাইলটও।

এদিকে এই ঘটনায় মালগাড়ির লোকো পাইলক এবং সহকারী চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন চৈতালি মজুমদার নামক এক যাত্রী। কিন্তু, বর্তমানে তিনি দাবি করছেন, এই অভিযোগ তিনি দায়ের করেননি। তাঁর শারীরিক পরিস্থিতিও অভিযোগ জানানোর মতো নয় বলে তাঁর দাবি।

ঠিক কী বলেছেন চৈতালি? তিনি নিজেও ওই এক্সপ্রেস ট্রেনটিতে ছিলেন এবং আঘাত পেয়ে রেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই সাদা কাগজে তাঁকে সই করিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন চৈতালি। তাঁর কথায়, ‘আমার কাছে কিছু আরপিএফ এসেছিলেন। বিভিন্ন তথ্য নিয়ে যান। যেমন নাম, ঠিকানা। রাতে কয়েকজন এসেছিলেন। আমি কী অবস্থায় ছিলাম তা ভিডিয়ো করেন তাঁরা। তারপর চলে যায়। রাতে দুই জনে পুলিশ এসে নাম ঠিকানা জানতে চান।’

Mamata Banerjee : ‘রেলের কোনও ভ্রুক্ষেপ নেই, অবহেলা করছে’, তোপ মমতার

তাঁর কথায়, ‘আমি অভিযোগ করেছি বলে জানতে পারি সংবাদ মাধ্যম মারফত। কিন্তু, আমি এমন কোনও কাজ করিনি। আমার শারীরিক পরিস্থিতি সেই রকম নয় যে কারও নামে অভিযোগ করতে পারি। ট্রেনে কোন গাড়ি ধাক্কা দিয়েছে? কেন দিয়েছে? তা বাইরে থেকে বোঝা আমাদের জন্য সম্ভব নয়। আমি যাঁদের সম্পর্কে কিছু জানি না তাঁদের বিরুদ্ধে কেন এফআইআর করতে যাব?’

Kanchanjungha Express Accident Highlights: তাড়াতাড়ি ফেরা হল না, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বেঘোরে প্রাণ গেল তরুণ আবগারি এসআই-এর

অন্যদিকে, চৈতালির বাবার দাবি, ‘ আমরা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করিনি।’ সেক্ষেত্রে কে এই অভিযোগ করল? এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, জিআরপি সুপারিটেনডেন্ট এস সেলভামুরুগন অবশ্য দাবি করেছেন, এই অভিযোগ করেছেন যাত্রীই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *