লোকসভা ভোট মিটতে না মিটতেই উপনির্বাচনের ঢাকে কাঠি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। তারপর থেকেই ফাঁকা মানিকতলা কেন্দ্রের বিধায়ক পদ। আগামী ১০ জুলাই ওই কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা। প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই ওই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। ইতিমধ্যেই প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন তিনি। তাতেই সামনে এসেছে তাঁর আয়ের খতিয়ান। কত সম্পদের মালকিন তিনি আসুন দেখা যাক। ২০২২-২৩ সালে সুপ্তি পাণ্ডের বার্ষিক আয় ছিল ১৪ লাখ ৩৬ হাজার ১৫০ টাকা। এই মুহূর্তে সুপ্তি পাণ্ডের হাতে নগদ টাকার পরিমাণ ১০ লাখ ২২ হাজার ৫৭১ টাকা ০২ পয়সা। প্রায় ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সুপ্তি পাণ্ডের।